Image

খেলা চালিয়ে যাবেন সাকিব, পাশে আছে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খেলা চালিয়ে যাবেন সাকিব, পাশে আছে বিসিবি

খেলা চালিয়ে যাবেন সাকিব, পাশে আছে বিসিবি

খেলা চালিয়ে যাবেন সাকিব, পাশে আছে বিসিবি

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। নির্বাচনে জয়ী হওয়ার কয়েকমাস পরেই হারিয়েছেন এমপির চেয়ার, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষ না নেয়ায় হয়েছেন তীব্র সমালোচিত। এতেই শেষ নয়, সাকিব বড়সড় ধাক্কাটা তখন ই খায় যখন তার নামে হত্যা মামলা দেয়া হয়। জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ দেয়া হয়। তবে হত্যা মামলা দিলেও যা প্রমানিত না হওয়া পর্যন্ত অপরাধী নন সাকিব। একারণেই বিসিবি তাঁকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাকিব আল হাসান বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়।  আর একজন চুক্তিভুক্ত খেলোয়াড় হিসাবে বিসিবি থেকে সকল সুযোগ সুবিধাই পাবেন তিনি। সুতরাং অপরাধী প্রমান না হওয়া পর্যন্ত বিসিবিকে পাশে পাবেন সাকিব। বিষটি দৈনিক প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’

পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে সাকিবের খেলতে বাঁধা নেই জানালেন ফারুক আহমেদ। সেই সাথে ভরত সিরিজেও সাকিবকে  খেলাতে চান তিনি, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

সাকিবকে আইনি সহায়তার নিশ্চিয়তা দিয়ে ফারুক আহমেদ আরো বলেন, ‘ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব।’

রাওয়ালপিন্ডিতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝের এই সময়টায় সাকিব দেশে না ফিরে  ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাবেন।

Details Bottom