Image

তাইজুলকে নিয়ে গর্বিত ব্যাটিং কোচ, মুশফিক না থাকায় দলের বড় ক্ষতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাইজুলকে নিয়ে গর্বিত ব্যাটিং কোচ, মুশফিক না থাকায় দলের বড় ক্ষতি

তাইজুলকে নিয়ে গর্বিত ব্যাটিং কোচ, মুশফিক না থাকায় দলের বড় ক্ষতি

তাইজুলকে নিয়ে গর্বিত ব্যাটিং কোচ, মুশফিক না থাকায় দলের বড় ক্ষতি

প্রথম ইনিংসে নাহিদ রানা আর খালেদ আহমেদের পেস তোপে লঙ্কানরা ২৮০ রানে অল আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। ৯২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ২১০ রানের লিড নিয়ে লঙ্কানরা শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। নাহিদ রানার পকেটে যায় লঙ্কানদের প্রথম দুই উইকেট, এরপর তাইজুল-মিরাজের স্পিন ঘূর্ণি। দিনের শেষদিকে ফিফটি হাঁকানো দিমুথ করুণারত্নেকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশের ফেরা। হতাশার দুই সেশনের পর বাংলাদেশের একটু স্বস্তি। দিন শেষে টাইগার ব্যাটিং কোচ প্রশংসায় ভাসালেন ৪৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলা তাইজুল ইসলামকে। মুশফিকুর রহিমের না থাকা তার চোখে, বড় ক্ষতি।

সিলেট টেস্টের প্রথম ইনিংসের চরম ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের। তাইজুল ইসলামের ৪৭ রান ছাড়া কেউই পাননি বড় ইনিংসের দেখা। তবে লোয়ার অর্ডারের ব্যাটাররা ছিল ব্যতিক্রম, তাইজুল-খালেদ-শরিফুল-নাহিদ রানা মিলে করেন ৮৪ রান। আর টপ ও মিডল অর্ডারের বাকি ৭ ব্যাটারের মোট রান ৮৫। নাইটওয়াচম্যান হিসেবে নেমে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছেন তাইজুল। শেষদিকে শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ ক্যামিও ইনিংস খেলে ১৮৮ রানে দলকে পৌঁছে দেন। বোলারদের এমন ব্যাটিংয়ে বিব্রত হতে পারেন ব্যাটাররা।

তাইজুলের ইসলামের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ডেভিড হেম্প জানালেন,

'তাইজুলদের এমন ব্যাটিং দলের জন্য খুবই প্রয়োজন। ১ থেকে ১১ সবাইকেই ব্যাট করতে হয়। তাই সবার ভালো ব্যাটিং প্রয়োজন বিশেষ করে লঙ্গার ভার্শন ক্রিকেটে। লোয়ার অর্ডারের এসব কন্ট্রিবিউশন নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আজ সে ক্লাসিক ব্যাটিং করেছে, ৮০টি বল মোকাবেলা করেছে। ব্যাট হাতে এটা দারুণ এফোর্ট। এটা নিয়ে আমরা গর্বিত।'

মুশফিকুর রহিম আঙুলের চোটে মিস করছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট। তার মতো অভিজ্ঞ ব্যাটার না থাকা বাংলাদেশের জন্য বড় ধাক্কা, যার প্রভাব দেখা গেছে প্রথম ইনিংসেই। মুশফিককে মিস করা টাইগারদের ব্যাটিং কোচ বললেন, অভিজ্ঞ কেউ না থাকা দলের জন্য ক্ষতি।

'অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। তবে মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে দিপুর ফুট মুভমেন্ট ভালো ছিল। অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং, মুভমেন্ট ভালো ছিল। এটা ভালো লক্ষণ। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কি হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারও অনুপস্থিতি অবশ্যই হতাশার। তবে এগুলো মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three