Image

হাসপাতাল থেকে নাফিস ইকবালের আপডেট জানালেন দেবাশীষ চৌধুরী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাসপাতাল থেকে নাফিস ইকবালের আপডেট জানালেন দেবাশীষ চৌধুরী

হাসপাতাল থেকে নাফিস ইকবালের আপডেট জানালেন দেবাশীষ চৌধুরী

হাসপাতাল থেকে নাফিস ইকবালের আপডেট জানালেন দেবাশীষ চৌধুরী

বাংলাদেশ দলের সাবেক ওপেনার, বর্তমানে দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন ধরেই মাথাব্যাথা নাফিস ইকবালের। আজ (৫ জুলাই) অবস্থা খারাপ হলে তাঁকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকায়। আপাতত শঙ্কামুক্ত হলেও হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকবেন বেশ কয়েকদিন। 

মস্তিষ্কে রক্ত ​​জমাট বেঁধে আছে নাফিস ইকবালের। তবে কয়েকদিন ধরে মাথাব্যাথায় ভুগছিলেন নাফিস ইকবাল। আজ অবস্থা আরও খারাপ (ব্রেইন হেমারেজ) হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক স্ক্যানের পর জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় কিছু হয়েছে, পরে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নাফিস ইকবালের অসুস্থতার সবশেষ আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, 

'বিশেষজ্ঞ ডাক্তাররা নাফিসকে দেখার পর নিশ্চিত করেছে সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ, তার মস্তিষ্কের ভেনাস অংশে রক্ত জমাট বেঁধে আছে। এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলি দেখা হয় সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে।' 

'বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। এসব ক্ষেত্রে প্রথম দিনটা একটু পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা ও এইচডিও ইউনিটে থাকতে হবে। কালকে অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।'

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল, সামলেছেন লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব। দেশে ফিরে চট্টগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। 

বাংলাদেশের হয়ে ১১ টেস্ট, ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস ইকবাল। ৩৯ বছর বয়সী নাফিস আন্তর্জাতিক ক্রিকেটে করেন ৪ ফিফটি, ১ সেঞ্চুরি। এছাড়া ১২০ প্রথম শ্রেণির ম্যাচ, ১১২ লিস্ট এ ম্যাচ ও ৬ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন নাফিস ইকবাল। রান করেছেন যথাক্রমে ৬২০২, ২৭৫৪ ও ৫৬। সবমিলে পেশাদার ক্যারিয়ারে আছে ১২ সেঞ্চুরি, ৫২ ফিফটি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three