Image

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন সোফি ডিভাইন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন সোফি ডিভাইন

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন সোফি ডিভাইন

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন সোফি ডিভাইন

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। তবে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাটে।

৩৪ বছর বয়সী সোফি ৫৬ টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দল জয় পেয়েছে ২৫ টি ম্যাচে, পরাজয় ২৮ টি তে এবং ড্র ১ টি তে। সোফি নিউজিল্যান্ডের হয়ে মোট ১৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সোফি ডিভাইন বলেন, "আমি খুবই গর্বিত যে আমি উভয় ফরম্যাটেই অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি। অধিনায়কত্বের সাথে একটি অতিরিক্ত কাজের চাপ আসে যা মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে।" 

নিউজিল্যান্ডের হয়ে উভয় ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সোফি ডিভাইন। সেই সাথে আরো জানিয়েছেন ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে চান। 

"আমি এখনও ওডিআই অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত নই। তবে আমি চিরকাল থাকব না, তাই আমি মনে করি একবারে এক ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া পরবর্তী অধিনায়ককে পরিকল্পনা করার সময় দেয়।"

হোয়াইট ফার্নস (নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের) প্রধান কোচ বেন সোয়ার বলেছেন, তিনি ডিভাইনের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছেন। 

"সোফি একজন নির্ভীক নেতার প্রতীক এবং আমরা মাঠে এবং মাঠের বাইরে দলে যে নেতৃত্ব তিনি দিয়েছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ," 

তিনি আরো বলেন, "আমি জানি যে সিদ্ধান্তটি সোফির পক্ষে সহজ ছিল না, তবে আমি এটিকে পুরোপুরি সমর্থন করি এবং জানি যে তিনি এখনও দলের নেতা হয়ে থাকবেন।"

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সিইও স্কট উইনিঙ্ক সোফি ডিভাইনের ব্যাপারে বলেন,"দলে সোফির মত  ক্ষমতাসম্পন্ন একজন খেলোয়াড় পেয়ে আমরা কৃতজ্ঞ। আমি আনন্দিত যে সে এখনও ওডিআই দলের অধিনায়কত্ব করবেন।" 

সোফি ডিভাইনের পরবর্তীতে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সে বিষয়ে পরবর্তীতে সিন্ধান্ত জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three