Image

আবারও ৫১১ রানের অসম্ভব টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও ৫১১ রানের অসম্ভব টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

আবারও ৫১১ রানের অসম্ভব টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

আবারও ৫১১ রানের অসম্ভব টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সাগরিকায় রানের পাহাড়ে ডুবছে বাংলাদেশ। ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। আর তাতেই আগের ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে ৫১১ রানের টার্গেট। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ড্র করতে হলে খেলতে হবে প্রায় দুইদিন। 

৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আজ নেমে পেয়েছেন ক্যারিয়ারের ৪১তম অর্ধশতক। তবে এরপর ম্যাথুস এগিয়ে যেতে পারেননি, সাকিব আল হাসান করেছেন বোল্ড। এরপর শ্রীলঙ্কা দ্রুত ইনিংস ঘোষণা করলেও বিশাল টার্গেটের সামনে পড়ে স্বাগতিকরা। 

চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কারণ ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড নেই কোনো দলের। বিশাল রানের বোঝার সঙ্গে উইকেটের চ্যালেঞ্জও যোগ হবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে।

সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, ৪১৮। সেখানে ৫১১ রানের পিছনে ছুটে কতদূর যেতে পারবেন নাজমুল হোসেন শান্তরা? টাইগারদের ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই।

সিলেট টেস্টেও সমান ৫১১ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের সেই ম্যাচে বাংলাদেশ হার দেখে ৩২৮ রানের বড় ব্যবধানে।

Details Bottom