৪৬ রানে অলআউট হয়ে যত লজ্জার রেকর্ড গড়ল ভারত
-
1
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের
-
2
ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল
-
3
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ
-
4
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ
-
5
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
৪৬ রানে অলআউট হয়ে যত লজ্জার রেকর্ড গড়ল ভারত
৪৬ রানে অলআউট হয়ে যত লজ্জার রেকর্ড গড়ল ভারত
ব্যাঙ্গালোর টেস্টে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার একাধিক রেকর্ড গড়ল ভারত। ঘরের মাঠে এটা ভারতের সর্বনিম্ন মোট। এশিয়ার মাটিতে টেস্ট ইতিহাসে এটিই কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। ভারতের কেবল দুই ব্যাটার ছুঁয়েছেন দুই অংকের ঘর। কোহলি-রাহুল সহ পাঁচ জন পেয়েছেন ডাকের স্বাদ। ১০ রানের জন্য বেঁচে গেল ৩৬-এর রেকর্ড।
নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। সর্বোচ্চ ২০ রান আসে রিশাব পান্টের ব্যাট থেকে। টেস্টে অবশ্য ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অজিদের বিপক্ষে এমন লজ্জা পেয়েছিল রোহিত শর্মার দল। আজ ফের ঘরের মাঠে একই লজ্জায় ডুবল, এবার অবশ্য ১০ রান বেশি করেছে পুরো দল মিলে।
৪৬ রানে গুটিয়ে গিয়ে ভারত লিখল একাধিক লজ্জার রেকর্ড। এটি টেস্ট ক্রিকেট ইতিহাতে ভারতীয় দলের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। ভারতের মাটিতে সর্বনিম্ন, এমনকি এশিয়ার মাটিতেও কোনো দলের সর্বনিম্ন স্কোর। ভারতের ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ ব্যাটার। ৯ জন আউট হয়েছেন এক অংকের ঘরে। দুই অংকের ঘরে যাওয়া রিশাব পান্টের সর্বোচ্চ ২০। এছাড়া ১৩ রান আসে ওপেনার ইয়াশভি জাইসাওয়ালের ব্যাট থেকে।
১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত। সেটিই ছিল দেশের মাটিতে ভারতের এক ইনিংসে সবচেয়ে কম রান। সেই লজ্জার রেকর্ড এ দিন ভেঙে দিলেন রোহিত-কোহলিরা।
কিউই পেসার ম্যাট হেনরি মাত্র ১৫ রান খরচায় শিকার করেছেন পাঁচ উইকেট। হেনরির ফাইফারের দিনে উইল ও'রউর্কে ২২ রান দিয়ে দখলে নিয়েছেন ৪ উইকেট। বাকি থাকা ভারতের ১ উইকেট দখলে নেন টিম সাউদি।
