Image

আমি এসব ম্যাচসেরার পুরস্কারের হিসাব রাখি না: অশ্বিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমি এসব ম্যাচসেরার পুরস্কারের হিসাব রাখি না: অশ্বিন

আমি এসব ম্যাচসেরার পুরস্কারের হিসাব রাখি না: অশ্বিন

আমি এসব ম্যাচসেরার পুরস্কারের হিসাব রাখি না: অশ্বিন

চেন্নাই টেস্টে ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অলরাউন্ডিং পারফরম্যান্স করে একা হাতে দলকে জিতিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে ১১৩ ও বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করে ভারতের জয়ের অন্যতম নায়ক রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরার পুরষ্কার নিতে এসে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা। 

প্রথম ইনিংসে ১৪৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিলো ভারত। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৩৩ বলে ১১৩ রানের ইনিংস খেলে সেখান থেকে ভারতকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছেন আশ্বিন। তার জন্য ৩৭৬ রানের সংগ্রহ করে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় রানের লিড নিতে পেরেছিলো ভারত।

এখানেই শেষ নয়। তখনো বল হাতে অশ্বিনের কারিশমা দেখানো ছিলো বাকি। যদিও বাংলাদেশের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে মেটালেন প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ। ৮৮ রান খরচা করে নিলেন ৬ উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে অশ্বিন বললেন, "আসলে আমি এসব ম্যাচসেরার পুরস্কারের হিসাব রাখি না। যখনই আমি চেন্নাইয়ে খেলি, এটা দারুণ অনুভূতি। আমি এখানের স্ট্যান্ডে বসে প্রচুর টেস্ট ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ দেখেছি। স্ট্যান্ডের সামনে এসে ভালো করে দেখানোর ব্যাপারটি দারুণ। এখানে লড়াই করার সুযোগ ছিল আমার। আমি অনেক সতীর্থকে আগে এরকম করতে দেখেছি।"

বোলারের মতই চিন্তা করেন তা জানিয়ে অশ্বিন বলেন, "বিশেষ একটি ইনিংস ছিল, দ্বিতীয় দিন পর্যন্ত টিকে থাকতে পেরেছিলাম। বোলিংয়ের মাঝেই আমি বেঁচে থাকি ফলে বোলিংই আগে আসবে। স্বাভাবিকভাবে আমি একজন বোলারের মত চিন্তা করে থাকি তবে ব্যাটিংয়ের চিন্তাভাবনাতেও আমি মনোযোগ দিয়েছি। বিষয় দুটিকে আলাদা করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three