Image

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে মুশফিকের টেস্টে ৬০০০

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে মুশফিকের টেস্টে ৬০০০

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে মুশফিকের টেস্টে ৬০০০

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে মুশফিকের টেস্টে ৬০০০

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে ছয় হাজারি ক্লাবের অংশ হলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান প্রথম টেস্টের ২য় ইনিংসে ৬০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

ইনিংসের ২৬ তম ওভারের ৩য় বলে বাউন্ডারির মাধ্যমে ৬০০০ রান স্পর্শ করেন মুশফিকুর রহিম। ৬০০০ টেস্ট রান সম্পন্ন করতে মুশফিককে খেলতে হয়েছে ১৭২ ইনিংস। ২৭ ফিফটির সাথে আছে ১১ টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা মুশফিক, সর্বোচ্চ টেস্ট রান ও ডাবল সেঞ্চুরির মালিক। 

 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট রান- 

১. মুশফিকুর রহিম- ১৭২ ইনিংসে ৬০০৩* রান 
২. তামিম ইকবাল- ১৩৪ ইনিংসে ৫১৩৪ রান 
৩. সাকিব আল হাসান- ১৩০ ইনিংসে ৪৬০৯ রান 
৪. মুমিনুল হক- ১২৩ ইনিংসে ৪২৬৯ রান 
৫. হাবিবুল বাশার- ৯৯ ইনিংসে ৩০২৬ রান। 

সবমিলে টেস্টে মুশফিকুর রহিম সহ মোট ৭৪ জন ব্যাটার ৬ হাজারি ক্লাবের সদস্য। ৭৪ তম ব্যাটার হিসাবে এই ক্লাবের প্রথম বাংলাদেশি সদস্য হলেন এই ডানহাতি ব্যাটার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three