এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের নিয়ন্ত্রণে জয়ের ছক, শীর্ষে হোবার্ট
-
2
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
-
3
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের
-
4
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব
-
5
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ে ইতিহাসে নাম লেখালেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ানদানা। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী ডানহাতি এই ফাস্ট বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম ঘটনা পুরুষ বা নারী ক্রিকেট মিলিয়ে।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচে তখনও লড়াইয়ে ছিল কম্বোডিয়া। ১৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬। ঠিক সেই সময় বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ানদানা। নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শাহ আবরার হুসেইন, নির্মলজিৎ সিং ও চান্তোয়েন রাতানাককে ফেরান পরপর। পরের বলটি ডট হওয়ার পর শেষ দুই বলে আউট করেন মংদারা সোক ও পেল ভেনাককে। ওই ওভারে কম্বোডিয়া নিতে পারে মাত্র একটি রান, সেটিও একটি ওয়াইড থেকে। শেষ পর্যন্ত ৬০ রান পিছিয়ে থেকে ম্যাচ শেষ করে তারা।
এর আগে ব্যাট হাতেও অবদান রাখেন প্রিয়ানদানা। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন তিনি। তবে ইন্দোনেশিয়ার ইনিংসে মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্মা কেসুমা। তিনি অপরাজিত ১১০ রান করেন ৬৮ বলে, যেখানে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা।
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি এই প্রথম, ঘরোয়া পুরুষ টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আগে দুবার দেখা গেছে। ২০১৩-১৪ মৌসুমে ভিক্টরি ডে টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন আল-আমিন হোসেন। এরপর ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার পাঁচ ব্যাটারকে এক ওভারে ফেরান অভিমন্যু মিথুন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এর মধ্যে সবচেয়ে আলোচিত কীর্তিটি গড়েন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, যিনি ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেন।
