ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে-
1
নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন
-
2
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
3
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
4
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
-
5
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
মাঠে নামার প্রস্তুতির মাঝেই থেমে গেল একটি নিবেদিত ক্রিকেটজীবন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ শুরুর আগমুহূর্তে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের ওয়ার্মআপ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
ঘটনাস্থলেই তাকে জরুরি চিকিৎসা হিসেবে সিপিআর দেওয়া হয়। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা মাহবুব আলী জ্যাকিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় মাহবুব আলী জ্যাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পেশালিস্ট পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা জ্যাকি মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। চলতি বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবেও যুক্ত ছিলেন।
খেলোয়াড়ি জীবনে সাবেক এই ফাস্ট বোলার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো শীর্ষ ক্লাবের হয়েও খেলেছেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিং ও খেলোয়াড় গড়ার কাজে নিজেকে পুরোপুরি নিবেদিত করেন মাহবুব আলী জ্যাকি। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। দেশের পেস বোলিং উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। পাশাপাশি মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
তার আকস্মিক মৃত্যু দেশের ঘরোয়া ক্রিকেট ও কোচিং কাঠামোর জন্য বড় এক ক্ষতি বলে মনে করছে ক্রিকেট অঙ্গন। বিসিবি মাহবুব আলী জ্যাকির পরিবারের সদস্য, বন্ধু ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং প্রয়াত এই কোচের আত্মার শান্তি কামনা করেছে।
