Image

চমক রেখে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চমক রেখে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

চমক রেখে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

চমক রেখে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ২০ সদস্যের প্রাথমিক দল থেকে ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড টেস্টের জন্য আফগানিস্তানের দলে তিন আনক্যাপড খেলোয়াড়। প্রাথমিক দলে থাকা অলরাউন্ডার গুলবেদিন নাইব নেই মূল স্কোয়াডে। 

ওপেনার রিয়াজ হাসান, অফস্পিন অলরাউন্ডার শামস উর রহমান এবং পেসার খলিল আহমেদ - তিনজন আনক্যাপড খেলোয়াড় আফগানিস্তানের স্কোয়াডে। রিয়াজ হাসান পাঁচটি ওয়ানডে খেলেছেন কিন্তু এখনও টেস্টে অভিষেক হয়নি। 

আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নয়ডায় ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ঐতিহাসিক এই ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

আফগানিস্তান দল নিউজিল্যান্ডের আগেই ভারতে এসেছে। দলের নেতৃত্ব হাশমতউল্লাহ শাহিদীর কাঁধে। তবে ইনজুরির কারণে দলের বাইরে আছেন তারকা লেগ স্পিনার রাশিদ খান। 

২০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া চার জন হলেন; ফরিদ আহমেদ মালিক, নাভিদ জাদরান, ইয়ামা আরব ও অলরাউন্ডার গুলবেদিন নাইব। ফাস্ট বোলার নাভিদ জাদরান সাইড স্ট্রেনের কারণে বাদ পড়েছেন। 

রাশিদ খানের ইনজুরিজনিত অনুপস্থিতিতে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন জহির খান ও জিয়া-উর-রহমান। 

নিউজিল্যান্ড টেস্টের জন্য আফগানিস্তান দল-

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখিল (উইকেটকিপার), শহীদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামস উর রহমান, কায়েস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ ও খলিল আহমেদ। 

Details Bottom