Image

রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা ৭ জয় দিয়ে সেমির টিকিট কেটেছে প্রোটিয়ারা। 

অ্যান্টিগার নর্থ সাউন্ডে সোমবার সকালে টস হেরে আগে ব্যাটিং করে ক্যারিবীয়রা ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় প্রোটিয়াদের। জবাবে ৩ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনলে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫ রানে হারায় শাই হোপ ও নিকোলাস পুরানের উইকেট। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামলে নিতে থাকে কাইল মায়ার্স ও রস্টন চেজ। মায়ার্স করেন ৩৪ বলে ৩৫ রান ও রস্টন চেজ করেন ৪২ বলে ৫২ রানের ইনিংস।

তারপরেই শুরু হয় প্রোটিয়া স্পিনারদের দাপট। মায়ার্স - চেজ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। একে একে ফিরে যান পাওয়েল,রাদারফোর্ড, রাসেল, আকিলরা।  ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 

দক্ষিণ আফ্রিকার হয়ে তাব্রাইজ শামসি নেন ৩ উইকেট। মার্করাম, মাহরাজ, রাবাদা ও জানসেন নেন ১টি করে উইকেট।

১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস ফেরেন শূন্য রানে। তারপর ১২ রানে ফিরে যান ডি ককও। তারপরেই মাঠে নামে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। তখন অনিশ্চিতায় পরে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার স্বপ্ন।

বৃষ্টি শেষে ১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৩। ১৮ রান করে মার্করাম ও  ২২ রান করা হেনরিখ ক্লাসেন আউট হয়ে ফিরে গেলে উইকেটে টিকে থাকে ট্রিস্টান স্টাবস। ২৯ রান করে তিনি আউট হন। তখন চাপে পড়ে যায় প্রোটিয়ারা। রস্টন চেজের দারুণ বোলিংয়ে ম্যাচ ঘুরে ওয়েস্ট ইন্ডিজের দিকে। তবে শেষদিকে মার্কো ইয়ানসেন জয়ের বন্দরে নিয়ে যায়। ম্যাচ শেষ করেন ছক্কা মেরে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চেজ ৩টি ও রাসেল ও আলজারি জোসেফ নেন ২ টি করে উইকেট।

Details Bottom