Image

ভারত সেমিফাইনালে গেলে ম্যাচ গায়ানাতে, অদ্ভুতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত সেমিফাইনালে গেলে ম্যাচ গায়ানাতে, অদ্ভুতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি

ভারত সেমিফাইনালে গেলে ম্যাচ গায়ানাতে, অদ্ভুতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি

ভারত সেমিফাইনালে গেলে ম্যাচ গায়ানাতে, অদ্ভুতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ সূচি ইতিমধ্যেই ম্যাপ করা হয়েছে, বিশেষ করে ভারতের জন্য। টুর্নামেন্টের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হল, ভারত যদি নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে তবে ২৭ জুন গায়ানাতে তাদের জন্য সেমিফাইনাল স্লট বরাদ্দ। আইসিসির এই মেগা প্রতিযোগিতায় কিছুটা অদ্ভুতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে, যা কেবলই ভারতীয় দলকে সুবিধা দেয়। 

গতকাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব অর্থাৎ গ্রুপ লিগের সমস্ত ম্যাচ ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর দ্বিতীয় পর্ব খেলতে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শেষ চারে ওঠার টিকিট হাতে পেলে ভিরাট কোহলি, রোহিত শর্মারা সেমিফাইনাল ম্যাচ খেলবে গায়ানাতে। ২৭ জুন হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সূচি অনুযায়ী, ভারত শেষ চারে উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। 

ভারতই একমাত্র দল যারা ১ জুন থেকে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদের সেমিফাইনাল ভেন্যু জানতে পারে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ছাড়াও আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর প্লেয়িং কন্ডিশন বলে,'যদি ভারত সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে, তারা ২৭ জুন গায়ানাতে নির্ধারিত দ্বিতীয় সেমিফাইনালে খেলবে।' উদাহরণস্বরূপ, এমনকি যদি ইংল্যান্ড গ্রুপ 'বি' তে দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া প্রথম হয়, তবুও ইংল্যান্ড সুপার এইট পর্বের জন্য 'এ ১' স্লট ধরে রাখবে।

যদিও এটি একটি উন্মুক্ত গোপনীয়তা যে, বড় বৈশ্বিক ইভেন্টের আর্থিক প্রভাব ভারতীয় দর্শকদের উপর অনেক বেশি নির্ভর করে, সম্প্রচারের দৃষ্টিকোণ থেকে হোক বা ইন-ভেন্যু সমর্থন থেকে। ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালটি শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়। ভারত সময় অনুযায়ী যেটি ভোর ৬টায়। তবে গায়ানার সেমিফাইনালটি হবে দিনে, স্থানীয় সময় সকাল ১০-৩০ মিনিটে। ভারত সময় অনুযায়ী যেটি শুরু হবে রাত ৮টায়, টেলিভিশনের হিসেবে যা ‘আদর্শ’। 

যেহেতু সেমিফাইনালটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে, তাই ভারতের পক্ষে কাজ করতে পারে এমন আরেকটি কারণ হল শিশিরের অনুপস্থিতি। তাদের শক্তিশালী স্পিন আক্রমণ বলকে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three