Image

ভারতের কাছে হেরে শেষ হল টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের কাছে হেরে শেষ হল টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

ভারতের কাছে হেরে শেষ হল টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

ভারতের কাছে হেরে শেষ হল টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্ততি ম্যাচ। যেখানে ভারতকে হারাতে ১৮৩ রান করতে হত বাংলাদেশকে। কিন্তু শুরুতেই বিপর্যয়, সৌম্য-শান্তর ডাক। ফের ব্যর্থ লিটন দাস। ৪১ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ অবশ্য ঘুরে দাঁড়ায় অভিজ্ঞ রিয়াদ আর সাকিবের ব্যাটে। কিন্তু জয়ের জন্য তাদের এই লড়াই যথেষ্ট হয়নি। শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরেছে ৬২ রানে।

বাংলাদেশকে উড়িয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল রোহিত শর্মার দল। আগে ব্যাট করে রিশাব পান্ট আর হার্দিক পান্ডিয়ার দাপটে ভারত পায় ১৮২ রানের বড় সংগ্রহ। জবাব দিতে নেমে ১২০ রানের বেশি করতে পারেনি টাইগার ব্যাটাররা। 

১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুর ওভারেই ওপেনার সৌম্য সরকারের বিদায়। আর্শদ্বীপ সিংয়ের লাফিয়ে ওঠা ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে দিয়ে পান্টের গ্লাভসে ক্যাচ হন সৌম্য। শূন্য হাতে তাকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। তামিম-সৌম্য ওপেন করতে নামায় লিটন দাস এদিন আসেন তিন নম্বরে। 

তিনে নেমে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি লিটন। খেলতে পারেন কেবল ৮ বল, এর মধ্যে রান করেছেন ছয়। আর্শদ্বীপ সিং নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই ভাঙেন লিটন দাসের স্টাম্প। হতাশায় ডুবে থেকে সাজঘরের পথে হাটা ধরেন লিটন। বোর্ডে ৭ রান ওঠতেই বাংলাদেশ হারিয়ে বসে দুই উইকেট।

এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গী হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৬ বল খেলেও কোনো রান যোগ করতে পারেননি শান্ত। বরং বাজে হয়েছেন ক্যাচ, ডাকের স্বাদ নিয়ে ছেড়েছেন মাঠ। ১০ রানেই টাইগারদের নেই তিন উইকেট। টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম আর তাওহীদ হৃদয় মিলে চেষ্টা করেছেন। কিন্তু দুজনেই উইকেট হারিয়ে ফিরেছেন দ্রুত, পরপর দুই ওভারে হৃদয় ১৩ ও তামিম ব্যক্তিগত ১৭ রানে হারান উইকেট।

দলীয় ৪১ রানে পঞ্চম উইকেট হারানো বাংলাদেশ অবশ্য এরপর লড়াইয়ে ফেরে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। কিন্তু তারা কেবল কমিয়েছেন হারের ব্যবধান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান জমা করে বাংলাদেশ। ভারত পেয়েছে ৬২ রানের রোমাঞ্চকর জয়। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three