Image

অভিজ্ঞ মুমিনুলের একা হাতের লড়াইয়ে লাঞ্চে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অভিজ্ঞ মুমিনুলের একা হাতের লড়াইয়ে লাঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞ মুমিনুলের একা হাতের লড়াইয়ে লাঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞ মুমিনুলের একা হাতের লড়াইয়ে লাঞ্চে বাংলাদেশ

আজ সিলেট টেস্টের চতুর্থ দিন। সকালের সেশনের প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল নাইটওয়াচ ম্যান তাইজুল ইসলামের উইকেট। এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজও হারান উইকেট। তবে একা হাতে লড়াই করে সেশন শেষ করে মধ্যাহ্নভোজের বিরতিতে দলকে নিয়ে যান মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ১৭ তম ফিফটির অপেক্ষায় মুমিনুল, আছেন কেবল ৪ রান দূরে।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে ১২৯ রান। অভিজ্ঞ মুমিনুল হক ৪৬ ও শরিফুল ইসলাম নামের পাশে ৩ রান নিয়ে ব্যাট করছেন। টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৩৮২ রান। 

প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা তাইজুল আগের দিনের ৬ রানে থেকেই আজ হারিয়েছেন উইকেট। কাসুন রাজিথার আবেদনে অনফিল্ড আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট জানিয়ে দেন। রিভিউ চ্যালেঞ্জ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তাইজুল।

দলীয় ৫১ রানে ৬ষ্ঠ উইকেট খুইয়ে বড় হারের শঙ্কায় বাংলাদেশ। তখনই মুমিনুল হকের সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। সহজাত ব্যাটিংয়েই রান বাড়ান দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল, আরেক পাশে তাকে ভরসা দিয়ে যান মিরাজ। বলের সঙ্গে পাল্লা দিয়ে ৬৬ রানের জুটি গড়েন দুজন। মিরাজের রোমাঞ্চকর অভিযান শেষ হয় সেকেন্ড স্লিপে ধনঞ্জয়ার দারুণ এক ক্যাচে। রাজিথার বলে ফিরেছেন ৫০ বলে ৩৩ করে। এরপরও চালিয়ে যান লড়াই মুমিনুল।

আগের দিন শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক।

প্রথম বলে ছয় হাঁকাতে গিয়ে আবারো গোল্ডেন ডাকের শিকার লিটন। এর আগে অধিনায়ক শান্ত অফস্টাম্পের বাইরের নির্বিষ এক বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ। গত কালের শেষ বিকালে বাংলাদেশের হারানো এই দুই উইকেটই বলে দেয় টাইগার ব্যাটারদের ব্যর্থতার পুরো গল্প।

Details Bottom