রিশাদ হোসেনে মুগ্ধ দীনেশ কার্তিক, ডি গ্রুপের টপ পারফর্মার
রিশাদ হোসেনে মুগ্ধ দীনেশ কার্তিক, ডি গ্রুপের টপ পারফর্মার
রিশাদ হোসেনে মুগ্ধ দীনেশ কার্তিক, ডি গ্রুপের টপ পারফর্মার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবার হচ্ছে ২০ দলের। ৫ টি করে দল ছিল ৪ টি গ্রুপে। গ্রুপ ডি তে বাংলাদেশের সঙ্গী ছিল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপালকে পেছনে ফেলে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
এই গ্রুপে কোন দল কেমন খেলল, কার খেলা ভালো লেগেছে এমন আলাপে ক্রিকবাজকে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক জানান রিশাদ হোসেনের প্রতি তাঁর মুগ্ধতার কথা।
এই লেগ স্পিনারকে তিনি ডি গ্রুপের টপ প্লেয়ার হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'এই গ্রুপে (ডি) আমার দেখা সেরা ক্রিকেটার রিশাদ হোসেন। আমি খুবই ইমপ্রেসড সে যেভাবে দারুণ বোলিং করেছে তা দেখে। উইকেট থেকে বাইট পেয়ে... সে খুব বেশি উইকেট হয়তো পায়নি, তবে সে দারুণ এক ট্যালেন্ট। আপনি খুব বেশি দেখবেন না যে রিস্ট স্পিনার বাংলাদেশ থেকে উঠে আসছে। আমি মনে করি তাঁরা রিশাদ হোসেনের মাঝেই সেই রত্ন খুঁজে পেয়েছে।'
শুধু তাইই নয়, বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইকে তিনি মনে করছেন প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টক্কর দেবার মত।
তাঁর মতে, 'বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এখন রাইভালরির প্রশ্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ভারত-পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তাঁরা দারুণ এক রাইভালরি তৈরি করেছে।'