হারের বৃত্তে পাঞ্জাব, সহজ জয় গুজরাটের
- 1
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
- 2
আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
- 3
অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
- 4
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি
- 5
টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স
হারের বৃত্তে পাঞ্জাব, সহজ জয় গুজরাটের
হারের বৃত্তে পাঞ্জাব, সহজ জয় গুজরাটের
টানা ৪ ম্যাচে পরাজিত পাঞ্জাব কিংস৷ দলটির অবস্থান এখন টেবিলের ৯ নম্বরে। গুজরাট টাইটান্সের বিপক্ষে রবিবার রাতের ম্যাচে ৩ উইকেটে হেরেছে পাঞ্জাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে সব উইকেট হারায় দলটি। অল্প রান তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে গুজরাটকে। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ের জয়ের দেখা পায় তারা। গুজরাটের অবস্থান এখন টেবিলের ৬ষ্ঠ স্থানে।
গুজরাটের সামনে লক্ষ্যমাত্রা খুব সাধারণ। তবে তা তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা। ওপেনার ঋদ্ধিমান সাহার থেকে আশানুরূপ ব্যাটিং পাওয়া যায়নি। শুবমান গিল ও সাই সুদর্শন দুজনেই ত্রিশোর্ধ ইনিংস খেলে বিদায় নেন।
ডেভিড মিলার ও আজমতউল্লাহ ওমরজাই নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেননি ব্যাটিংয়ে। তবে একপাশ আগলে ছিলেন রাহুল তেওয়াটিয়া। তার ১৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসেই ম্যাচ হাতে থাকে গুজরাটের এবং শেষমেশ জয়ও নিশ্চিত হয়।
পাঞ্জাব কিংসের পক্ষে বল হাতে হারশাল প্যাটেল সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন।
এর আগে পাঞ্জাবের ভদ্রস্থ শুরু অন্তত আরো বড় কিছু আশা করেছিল। কিন্তু দুই ওপেনার স্যাম কারান ও প্রবশিমরান সিং ফেরার পর উইকেট হারানোর ঝাঁক নেমে আসে দলটির উপর। প্রবশিমরান ৩৫, কারান ২০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
পরের ৫ ব্যাটারের মধ্যে কেবল জিতেশ শর্মার রান দুই ডিজিটের গণ্ডি স্পর্শ করে। বাকিরা এক ডিজিটে নিজেদের উইকেট হারিয়ে ফিরেছেন মুমূর্ষু অবস্থায়।
একটা সময় যখন ১৬তম ওভারের খেলা চলছে, পাঞ্জাব ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল। এই পর্যায়ে হারপ্রিত সিং ও হারপ্রিত ব্রারের কিছু দায়িত্বশীল ব্যাটিংয়ে সম্মানজনক একটি জায়গায় পৌঁছে তারা। ব্রার ১২ বলে ২৯ রান করে ফেরেন, অন্যদিকে সিং করেন ১৯ বলে ১৪ রান। ইনিংসের শেষ ওভারের শেষ বলে সিং এর উইকেট পতনের মাধ্যমে শেষ হয় পাঞ্জাবের ইনিংস।
গুজরাট টাইটান্সের পক্ষে সাই কিশোর একাই নিয়েছেন ৪ টি উইকেট।