Image

ওয়ানডে সিরিজের আগে তাওহীদ হৃদয়কে নিয়ে শঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে সিরিজের আগে তাওহীদ হৃদয়কে নিয়ে শঙ্কা

ওয়ানডে সিরিজের আগে তাওহীদ হৃদয়কে নিয়ে শঙ্কা

ওয়ানডে সিরিজের আগে তাওহীদ হৃদয়কে নিয়ে শঙ্কা

চোট আক্রান্ত বাংলাদেশ দল ক্যারিবীয় সফরের মাঝে পেল আরও এক দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে তাওহীদ হৃদয়ের কুঁচকির চোট বাংলাদেশের জন্য নতুন ধাক্কা। নিজ শহর বগুড়ায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পান ২৩ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার।

বাংলাদেশের লাল বলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই সেখানে পৌঁছাবে সাদা বলের বাকি ক্রিকেটাররা। যারা এখন দেশে নিজের মতো করে প্রস্তুতি সারছেন। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এই ফাঁকা সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয় নিজ শহর বগুড়ায় অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন। তাওহীদ হৃদয়ের চোট ইস্যুতে ওয়ানডে দল ঘোষণা করতে দেরি হচ্ছে নির্বাচকদের। 

হৃদয়ের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করতে বিলম্ব। বিসিবির এক কর্মকর্তা দ্য ক্রিকবাজকে বলেছেন, 'তাওহীদ হৃদয় কুঁচকিতে আঘাত পেয়েছে এবং আমরা মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছি।'

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টের পর তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। সিরিজের পরের দুই ম্যাচও একই ভেন্যু সেন্ট কিটসে, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টির সূচি-

১ম ওয়ানডে- ৮ ডিসেম্বর, ২০২৪- ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
২য় ওয়ানডে- ১০ ডিসেম্বর, ২০২৪- ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস 
৩য় ওয়ানডে- ১২ ডিসেম্বর, ২০২৪- ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস 

১ম টি-টোয়েন্টি- ১৫ ডিসেম্বর, ২০২৪- আরনস ভ্যালে প্লেইং ফিল্ড, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট 
২য় টি-টোয়েন্টি- ১৭ ডিসেম্বর, ২০২৪- আরনস ভ্যালে প্লেইং ফিল্ড, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট 
৩য় টি-টোয়েন্টি- ১৯ ডিসেম্বর, ২০২৪- আরনস ভ্যালে প্লেইং ফিল্ড, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three