Image

তাসকিনের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাসকিনের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

তাসকিনের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

তাসকিনের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। এক দিন পর হলো টস, আগে বোলিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারেই পেয়ে যায় সাফল্য। ইনিংসের শুরু, প্রত্যাবর্তনের দিনে অ্যাকশনে এসেই তাসকিন করলেন বোল্ড। এরপর অবশ্য পুরো সেশন সহজেই কাটিয়ে দেন সাইম আইয়ুব, শান মাসুদ। ওপেনার সাইমের ব্যাটিং দৃঢ়তার বিপরীতে অধিনায়ক শান মাসুদ ছিলেন ওয়ানডে মেজাজে।

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৯৯ রান। আইয়ুব ৮৩ বলে ৪৩ ও মাসুদ ৬২ বলে ৫৩ রানে অপরাজিত। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তাসকিনকে সেরা একাদশে পাওয়া যায়নি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা এই তারকা পেসার ফিরলেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে। প্রথম ওভারেই পাক ওপেনার আবদুল্লাহ শফিককে স্টাম্প ভেঙে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। 

শূন্য রানে ১ উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান মাসুদের সঙ্গে আরেক ওপেনার সাইম আইয়ুব জুটি শুরুর বিপর্যয় সামলে দেন। ৫৪ বলেই শান মাসুদ পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের ১০তম ফিফটি। 

সকালের সেশনে একদম শেষ ওভারে সাকিব আল হাসান করতে আসেন বল। ৮ ওভার করা তাসকিন ২১ রান খরচায় নেন ১ উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three