Image

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জালাল ইউনুস যা বললেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জালাল ইউনুস যা বললেন

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জালাল ইউনুস যা বললেন

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জালাল ইউনুস যা বললেন

তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলতে পারলেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ড সভাপতির সঙ্গে তামিমের আলোচনার পরই মূলত জানা যাবে লাল-সবুজ জার্সিতে তামিমের ভাগ্য। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে; এসব জানতে থাকতে হবে আরও অপেক্ষায়।

আজ (বুধবার) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কথা বলেছেন তামিম ইকবাল প্রসঙ্গে। ঠিক কবে ফিরবেন তামিম? এ নিয়ে ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের। 

তামিমের পরিকল্পনা জানতে অবশ্য তাঁর সঙ্গে আলোচনায়ও বসেছেন। বাকি কেবল সিদ্ধান্ত, যা জানা যাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বৈঠকের পর। আজ মিরপুরে জালাল ইউনুস বলেন,

 

'তামিম ইকবাল কি এভাবে কিছু বলেছে যে সে ফেরত আসবে? কে কি দাবি করছে সেটা নির্ভর করে আমি মন্তব্য করতে পারি না। আমাদের সাথে এরকম কোনো কথা হয়নি। মাননীয় বোর্ড সভাপতি আমাদের দায়িত্ব দিয়েছিল আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেটের পরিকল্পনা নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আলাপ-আলোচনাটা শেষ করেছি।'

'তামিম ইকবাল আমাদের সাথে তার ক্রিকেটের পরিকল্পনা নিয়েই আলাপ করেছে। কী আলাপ করেছে সেটা আমি বলতে পারছি না। এ জিনিসটা তামিম ইকবাল ও আমাদের বোর্ড সভাপতির আলাপ-আলোচনার পর আপনারা জানতে পারবেন তামিম ইকবালের ক্রিকেট পরিকল্পনাটা কী।'

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসরে যাওয়া ওপেনার তামিম ইকবাল ফিটনেসের কারণে খেলতে চান না টেস্ট ম্যাচও। আইসিসির এফটিপি অনুযায়ী এ বছর ডিসেম্বরের আগে বাংলাদেশ দল কোনো ওয়ানডে সিরিজ খেলবে না। তাই স্বাভাবিকভাবেই আরও দীর্ঘায়িত হবে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three