টেস্ট দলে ফিরলেন সাকিব, মুশফিকের জায়গা নিলেন হাসান মাহমুদ
টেস্ট দলে ফিরলেন সাকিব, মুশফিকের জায়গা নিলেন হাসান মাহমুদ
টেস্ট দলে ফিরলেন সাকিব, মুশফিকের জায়গা নিলেন হাসান মাহমুদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ২য় ও শেষ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ৩০ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
টেস্ট দলে প্রায় ১ বছর পর ফিরলেন সাকিব। এর আগে ২০২৩ সালের এপ্রিলে সাদা পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
সাকিবকে জায়গা দিতে ১ম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের বদলে সিলেট টেস্টের দলে ঢুকেছিলেন তিনি।
সিলেট টেস্টে না খেলেও ইনজুরিতে পড়েছেন পেসার মুশফিক হাসান। বাম অ্যাঙ্কেলে চোট পাওয়া মুশফিক হাসান পূনর্বাসন প্রক্রিয়ায় প্রবেশ করবেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও এখনো লাল বলের ক্রিকেটে দেশের হয়ে ম্যাচ খেলেননি। ১৬ প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪৯ টি।
সিলেটে ৩২৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা। ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে সমতা আনতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
২য় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।