ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ২০২৫ এর শুরুতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। তাছাড়া থাকছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও। ওয়ানডে সিরিজের ইংল্যান্ডের এই দলটাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সিরিজ শেষে উড়াল দেবে পাকিস্তানে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন জো রুট। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসাবে থাকছেন জস বাটলার। তবে ফেরা হচ্ছে বেন স্টোকসের।
ভারত সিরিজ দিয়ে ইংল্যান্ডের লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককলাম সাদা বলের দায়িত্ব শুরু করবেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দলে পার্থক্য শুধু জো রুট। জো- রুট ওয়ানডে খেললেও খেলবেন না টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি তে রুটের জায়গায় রয়েছেন রেহান আহমেদ।
২২,২৫,২৮,৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ। ৬,৯ ও ১২ হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।