Image

শরিফুল ইসলামের হাতে ৬ সেলাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শরিফুল ইসলামের হাতে ৬ সেলাই

শরিফুল ইসলামের হাতে ৬ সেলাই

শরিফুল ইসলামের হাতে ৬ সেলাই

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশ দল বড় ধাক্কা পেয়েছে। তারকা পেস বোলার শরিফুল ইসলাম শনিবার নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পান, এরপর বাঁ-হাতে তার ছয়টি সেলাই লাগে। বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে এসেছে দুঃসংবাদ। 

আঙুলের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে এক সপ্তাহ লাগবে এবং ৭ জুন ডালাসে নির্ধারিত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলায় শরিফুল ইসলাম অনিশ্চিত। 

নিউইয়র্কে ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল ইসলামই। যদিও তিনি কোটা পূর্ণ করতে পারেননি, ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট দখলে নেন। ভারতীয় ইনিংসের ১৯.৫ তম ওভারে হার্দিক পান্ডিয়া তার ইয়র্কার সামলে দিলে বল ধরতে গিয়ে বাম হাতের তালুতে চোট পান। আর এ কারণেই শরিফুল নির্ধারিত চার ওভার শেষ করতে পারেননি।

শরিফুলকে অবিলম্বে মাঠ থেকে বের করে আনা হয়। তখন টেলিভিশন ফুটেজ দেখে বোঝা যায়, তার হাতের তালু ফুলে গেছে। এবং পরে বিসিবির চিকিৎসক নিশ্চিত করেছে, হাতের তালু এবং তর্জনীর মধ্যে ছয়টি সেলাই লেগেছে।

 

যদি শরিফুল পুরো টুর্নামেন্টের জন্য সময়মতো ফিরতে না পারেন বাংলাদেশ দলের জন্য বিশাল ধাক্কা হবে। কারণ তিনি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের পাশাপাশি দেশের অন্যতম প্রধান বোলার। 

Details Bottom