ঢাকা মেট্রোকে পাত্তা না দিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করল আইসিসি
- 4
সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
- 5
বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
ঢাকা মেট্রোকে পাত্তা না দিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
ঢাকা মেট্রোকে পাত্তা না দিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জিতে নিয়েছে রংপুর। ঢাকার দেয়া ৬৩ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও মাত্র ১১.২ ওভারে সেই লক্ষ্য তাড়া করে ফেলে রংপুর।
৬৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান করে রংপুর। তবে স্কোরবোর্ডে পরবর্তী ৪ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে রংপুর। গোল্ডেন ডাক মেরে অধিনায়ক আকবর আলি রান আউটে কাটা পড়ে ফিরে গেলে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর।
পঞ্চম উইকেটে ২৪ রান তোলেন আরিফুল হক ও তানবির হায়দার। রাকিবুল হাসানের বলে ১৪ রানে আউট হন আরিফুল। তারপর এনামুল হক আনামের সাথে বাকি কাজটা শেষ করেন তানবির।
ডিপ মিডউইকেটে রাকিবুল হাসানকে চার মেরে দলকে ম্যাচ জেতান আনাম। ৩ চারে ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ বলে ৮ রানে অপরাজিত থাকেন তানবির।
ঢাকা মেট্রোর পক্ষে ২ টি উইকেট নেন আলিস আল ইসলাম। ১ টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও রাকিবুল হাসান।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬২ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। ১৩ রান করেন আবু হায়দার রনি। আর কেউ করতে পারেনি দুই অঙ্কের রান। ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় নাইম শেখের দল। ঢাকা মেট্রোর ৩ ব্যাটারকে আউট করে ফাইনালে ম্যাচ সেরা হন মুকিদুল ইসলাম মুগ্ধ।