Image

সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রথম দুই ওয়ানডে জিতে পাকিস্তানের সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। এবার তৃতীয় ওয়ানডেতে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশের স্বাদ দিলো পাকিস্তান। জোহানেসবার্গে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২০৮ রান করে পাকিস্তান। যার জবাবে ২৭১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ফলে বৃষ্টি আইনে দল জিতেছে ৩৬ রানে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিরিজে টানা তৃতীয় ডাক মারেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেট ১১৪ রানের বিশাল জুটি গড়েন সাইম আইয়ুব এবং বাবর আজম। ৫২ রানে বাবর ফেরার পর সেঞ্চুরি পূর্ন করে ১০১ রানে আউট হন সাইম। তার ইনিংসে ছিলো ১৩ টি ৪ ও ২ টি ছয়। 

মোহাম্মদ রিজওয়ানের ৫৩, সালমান আলি আগার ৪৮ রানে বৃষ্টির বাঁধায় নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে ৩টি উইকেট নেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও বিয়র্ন ফুরচুইন। ১টি করে উইকেট নেন কোয়েনা মাফাকা ও করবিন বোচ।

৩০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ২৬ এবং ভ্যান ডার ডুসেন ফেরেন ৩৫ রানে। 

৬ষ্ঠ উইকেট মার্কো ইয়ানসেনকে নিয়ে ৭১ রানের জুটি গড়ে বিপদ সামলে নিতে শুরু করেন হেনরিখ ক্লাসেন। ৪৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে ক্লাসেন বিদায় নিলে ভাঙে এ জুটি। ইয়ানসেন ও ফেরেন ২৬ রানে।

শেষদিকে করবিন বোচে ৪০ রান করে থাকেন অপরাজিত। তবে বাকি ব্যাটাররা হয়ে যান আউট। ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

পাকিস্তানের হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন সুফিয়ান মুকিম। ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ম্যাচের সেরা হন সাইম আইয়ুব। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three