Image

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের ১৫ সদস্যের দলে রেবেকা লো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 18 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের ১৫ সদস্যের দলে রেবেকা লো

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের ১৫ সদস্যের দলে রেবেকা লো

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের ১৫ সদস্যের দলে রেবেকা লো

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলের ২০২৫ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন লিসবার্নের রেবেকা লো। ইনজুরির কারণে এলিস টেক্টর দল থেকে সরে দাঁড়ানোয় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লো আগে সফরকারী রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। এখন সেই ভূমিকায় ক্লোনটার্ফের জেনিভ মোরিসি জায়গা পেয়েছেন।

১৬ দলের এই টুর্নামেন্টটি ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দল:

অ্যামি হান্টার (অধিনায়ক), আব্বি হ্যারিসন, জেনিফার জ্যাকসন, রেবেকা লো, নিয়াম ম্যাকনাল্টি (সহ-অধিনায়ক), অ্যামি ম্যাগুয়ের, লারা ম্যাকব্রাইড, কিয়া ম্যাককার্টনি, এলি ম্যাকগি, জুলি ম্যাকনালি, লুসি নিলি, ফ্রেয়া সার্জেন্ট (সহ-অধিনায়ক), মিলি স্পেন্স, আনাবেল স্কোয়াইরস, অ্যালিস ওয়ালশ।

সফরকারী রিজার্ভ খেলোয়াড়:জেনিভ মোরিসি।

অসফরকারী রিজার্ভ খেলোয়াড়:সিবা ভোজা, অ্যালি বাউচার।

কোচিং ও সাপোর্ট স্টাফ: গ্লেন কুয়েরেল (প্রধান কোচ), জেমস ক্যামেরন-ডাও (সহকারী কোচ), নাইজেল জোনস (টিম ম্যানেজার), স্টুয়ার্ট থম্পসন (স্ট্রেংথ ও কন্ডিশনিং), জুলিয়া ওয়েবস্টার (ফিজিওথেরাপিস্ট), অ্যালিসন হোয়াইট (টিম ডক্টর)।

প্রস্তুতি ক্যাম্প ও ম্যাচ সূচি:

আয়ারল্যান্ড দল ৩ জানুয়ারি দুবাইয়ে প্রস্তুতি ক্যাম্পে যাবে, যেখানে তারা সংযুক্ত আরব আমিরাত এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। ১১ জানুয়ারি দল মালয়েশিয়া পৌঁছাবে। সেখানে তারা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দল ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের বিরুদ্ধে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফিক্সচার (গ্রুপ বি):

১৮ জানুয়ারি ২০২৫: আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড– জোহর ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
২০ জানুয়ারি ২০২৫: আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র – জোহর ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
২২ জানুয়ারি ২০২৫: আয়ারল্যান্ড বনাম পাকিস্তান – জোহর ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three