বাদ পড়া নিউজিল্যান্ড অবশেষে পেল স্বস্তির জয়
বাদ পড়া নিউজিল্যান্ড অবশেষে পেল স্বস্তির জয়
বাদ পড়া নিউজিল্যান্ড অবশেষে পেল স্বস্তির জয়
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। 'বিধ্বস্ত' নিউজিল্যান্ডের এবার উগান্ডাকে পেয়ে তুলে নিল ৯ উইকেটের বড় জয়। সাউদি, বোল্টদের পেস আগুনের সামনে রীতিমতো অসহায় হয়ে ৪০ রানের বেশি করতে পারেনি উগান্ডা। টার্গেট টপকাতে ৫.২ ওভারের বেশি সময় লাগেনি কিউইদের।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডার মুখোমুখি হয় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া নিউজিল্যান্ড। হতাশায় ডুবে থাকা দলটি অবশ্য উগান্ডাকে পেয়ে করল বাজিমাত। মাত্র ৪০ রানেই তাদের দেয় গুঁড়িয়ে। অবশেষে জয়ের দেখা পেল কিউইরা। টার্গেট টপকে যেতে তাদের লাগে কেবল ৩২ বল। নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়ের শিরোনাম সাউদি, বোল্ট।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর অবশেষে জয় নিউজিল্যান্ড দলে। কিন্তু এর আগেই যে তারা পেয়ে গেছে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার খবর।
টিম সাউদি (৩/৪) এবং ট্রেন্ট বোল্টের (২/৭) ত্রিনিদাদে উগান্ডার বিপক্ষে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় নিশ্চিত করেছে। এই দুজনের নতুন বলের বিস্ফোরণ উগান্ডাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে ঠেলে দিয়েছে। পরে তারা ফিন অ্যালেনকে আউট করলেও পাওয়ারপ্লেতেই টার্গেট টপকে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।
ইতিমধ্যেই বাদ পড়ায়, নিউজিল্যান্ড তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলার মাধ্যমে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করবে।