Image

নিলাম শেষে যেমন হল এলপিএলের ৫ দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিলাম শেষে যেমন হল এলপিএলের ৫ দল

নিলাম শেষে যেমন হল এলপিএলের ৫ দল

নিলাম শেষে যেমন হল এলপিএলের ৫ দল

এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) ২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ (২১ মে)। নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছিল ৫ ফ্র্যাঞ্চাইজি। নিলাম শেষে পূর্ণ হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড।

মাথিশা পাথিরানা সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার মূল্য পেয়েছেন। এছাড়া ইসুরু উদানা ১ লক্ষ মার্কিন ডলার ও করিম জানাত ৮০ হাজার মার্কিন ডলারে দল পেয়েছেন। বাংলাদেশ থেকে নিলামে দল পেয়েছেন কেবল তাসকিন আহমেদ। 

কলম্বো স্ট্রাইকার্স- 

প্রি সাইনড ও রিটেইনড-চামিকা করুণারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনঞ্জয়া, শাদাব খান, গ্লেন ফিলিপস। 

নিলাম থেকে-চামিকা গুনাসেকারা, দুনিথ ওয়েল্লালাগে, রহমানউল্লাহ গুরবাজ, তাসকিন আহমেদ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন দানিয়েল, গারুকা সংকেত, মাথিশা পাথিরানা, শিহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইসিথা বিজেসুন্দরা, মোহাম্মদ ওয়াসিম, আল্লাহ ঘাজানফার। 

ডাম্বুলা থান্ডার্স- 

প্রি সাইনড ও রিটেইনড-দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান। 

নিলাম থেকে-লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, ইফতিখার আহমেদ, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রানেশ সিলভা, সোহান ডি লিভেরা, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, আসিলা গুনারাত্নে, লাহিরু মাদুশঙ্কা, রুসান্ডা গামাগে, মিঠুন জয়াবিক্রমা, আয়ানা সিরিবর্ধনা, সোনাল দিনুশা, হায়দার আলি, সন্তোষ গুনাথিলাকা। 

গল মার্ভেলস- 

প্রি সাইনড ও রিটেইনড-ভানুকা রাজাপাকশে, লাসিথ ক্রসপুল, নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, অ্যালেক্স হেলস। 

নিলাম থেকে-জানিথ লিয়ানাগে, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আরাচ্চিগে, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, শন উইলিয়ামস, জাহুর খান, মালশা থারুপাথি, ইসুরু উদানা, শনঞ্জয়া লাকশান, পাসিন্দু সুরিয়াবান্দারা, সাদিশা রাজাপাকশে, মোহাম্মদ সিরাজ, কাভিন্দু নাদিশান, মুজিব উর রহমান, চামিন্দু বিজেসিংহে, জেফ্রি ভ্যান্ডারসে, ইয়ুরি কোট্টিগোডা। 

জাফনা কিংস- 

প্রি সাইনড ও রিটেইনড-কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিয়াসকান্থ, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমেদ। 

নিলাম থেকে-রাইলি রুশো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন বেহরেন্ডর্ফ, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, ভিশাদ রান্ডিকা, লাহিরু সামারাকুন, বানুজা সাহান, ইশান মালিঙ্গা, অ্যালেক্স রস, আহান বিক্রমাসিংহে, মুরভিন আবিনাশ, আরুল প্রগাসাম, পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, থিসান ভিতুশান, নিসালা থারাকা। 

বি-লাভ ক্যান্ডি- 

প্রি সাইনড ও রিটেইনড- ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশমান্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ের্স।

নিলাম থেকে-আসেন বান্দারা, দীনেশ চান্দিমাল, দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুণারত্নে, মোহাম্মদ হাসনাইন, চামাথ গোমেজ, পাওয়ান রত্নায়েকে, চতুরঙ্গ ডি সিলভা, কাভিন্দু পাথিরাত্নে, লাকশান সান্দাকান, সাম্মু আশান, আজম খান, সালমান আলি আগা, মোহাম্মদ আলি, কাসুন রাজিথা। 

Details Bottom