Image

সাকিবকে দলে পেয়ে বেশ খুশি সারে, সাকিব নিজেও আনন্দিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে দলে পেয়ে বেশ খুশি সারে, সাকিব নিজেও আনন্দিত

সাকিবকে দলে পেয়ে বেশ খুশি সারে, সাকিব নিজেও আনন্দিত

সাকিবকে দলে পেয়ে বেশ খুশি সারে, সাকিব নিজেও আনন্দিত

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সারে দলে যোগ দিয়েছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে টনটনে সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে আছেন, থাকবেন সেরা একাদশেও। সারের মতো ঐতিহ্যবাহী কাউন্টি দলে খেলার সুযোগ পেয়ে সাকিব বেশ খুশি। সাকিবকে দলে নিয়ে আনন্দে ভাসছে সারের পরিচালক, শীর্ষ এই অলরাউন্ডারের পারফর্ম দেখার জন্য মুখিয়ে আছেন।

পাকিস্তান ও ভারত সফরের মাঝের সময়টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে অলরাউন্ডার সাকিব আল হাসান। সমারসেটের বিরুদ্ধে সারের জার্সিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচ খেলতে নামবেন সাকিব। ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায়, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সারের জার্সি গায়ে কাউন্টিতে নামার আগে উচ্ছ্বসিত সাকিব আল হাসান বলেছেন, 

“সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং এই ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে আসছি দলে প্রভাব রাখতে এবং এই মৌসুমে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে।”

সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট সাকিবকে দলে নেওয়ার প্রসঙ্গে বিবৃতিতে বলেন, “যখন সাকিবের মতো মানের খেলোয়াড়কে ক্লাবে আনার সুযোগ আসে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। সাকিব ব্যাট, বলের প্রচুর অভিজ্ঞতা এবং অসামান্য দক্ষতা নিয়ে এসেছেন। সারের জন্য কী করতে পারে তা দেখার অপেক্ষায় আছি আমরা।”

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে আজ সমারসেটের বিপক্ষে খেলতে নামবে টনটনে। ক্লাবটিতে বর্তমানে আটজন খেলোয়াড় নেই, যারা ইংল্যান্ড টেস্ট ও টি-টোয়েন্টি দলের অ্যাসাইনমেন্টে ব্যস্ত।

“আমরা আগে থেকেই জানতাম, আমাদের সূচিতে এই ম্যাচটিতে হয়তো বেশ কজন ক্রিকেটারকে আমরা পাব না ইংল্যান্ডের হয়ে খেলার কারণে। এবং বিশেষ করে, আমাদের দুই স্পিনিং অলরাউন্ডারকে অনুপস্থিত থাকবে।”

এখন পর্যন্ত ১১ ম্যাচে খেলে ১৯৩ পয়েন্ট নিয়ে সারের অবস্থান শীর্ষস্থানে। ১১ ম্যাচ খেলা সারের জয় ৭টিতে। আগের ম্যাচে নটিংহ্যাম্পশায়ারের সাথে ম্যাচ ড্র করে সারে এবার সাকিবকে নিয়ে চোখ রাখছে জয়ে। কাউন্টিতে সারে দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার ররি বার্নস ও ডম সিবলিকে। টম কুরান, বেন ফোকসের সাথে আছেন ক্যারিবীয় পেসার কেমার রোচও। দলটির নেতৃত্ব অবশ্য ররি বার্নসের কাঁধে। 

Details Bottom