আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ১৫৪ রানে জিতল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ১৫৪ রানে জিতল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ১৫৪ রানে জিতল বাংলাদেশ
সাদা বলের সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে খেলতে এসে ১৫৪ রাবের লজ্জার পরাজয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪ উইকেটে বাংলাদেশ করতে পারে ২৫২। যা ওয়ানডে ক্রিকেটে নিগার সুলতানাদের সর্বোচ্চ সংগ্রহ, এর আগে কখনও আড়াইশো টপকায়নি টাইগ্রেসরা। বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও বোলিংয়েও বাংলাদেশের আধিপত্য। স্পিন অ্যাটাকে নীল হয়ে একশোর আগেই, ৯৮ রানে আয়ারল্যান্ড অলআউট। প্রতিপক্ষকে অল্পতে গুঁড়িয়ে দিলে বাংলাদেশের মেয়েদের নিশ্চিত হয় রানের হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বড় জয়।
মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দল তুলে ৪ উইকেটে ২৫২ রান। যা নারীদের ওয়ানডেতে বাংলাদেশের দলের এক ইনিংসে সর্বোচ্চ। তবে দলের এই রেকর্ড ছোঁয়ার দিনে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন সুপ্তা। দলের রেকর্ড গড়া ১৫৪ রানের জয়ে আক্ষেপ ভুলে যেতে চাইবেন সুপ্তা। ৮৯ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
সুপ্তা ছাড়াও এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। বাংলাদেশের উদ্বোধনী জুটিতেই আসে ৫৯ রান। ইনিংসের ১৯তম ওভারে গিয়ে ব্রেকথ্রু পায় আইরিশ মেয়েরা। ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ৩৮ রান। তাঁর বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ১১০ বল খেলে ৪ বাউন্ডারিতে ৬১ রান করেন আরেক ওপেনার ফারজানা।
তিনে নামা শারমিন সুপ্তা ফারজানা ও নিগারের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। অধিনায়ক নিগার সুলতানা ২৮ বলে সমান ২৮ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। শারমিন সুপ্তা ফিফটি হাঁকিয়ে ছিলেন সেঞ্চুরির পথেই, তবে ইনিংসের ৪৯তম ওভারের শেষ ডেলিভারিতে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ হন। শতক থেকে মাত্র ৪ রানের দূরত্বে থেকে বিদায় নেন।
২৫৩ রানের টার্গেট টপকাতে নেমে আয়ারল্যান্ড নারী দল ২৮.৫ ওভার খেলতে পারে, গুটিয়ে গেছে কেবল ৯৮ রানে। মিরপুরে এদিন একশো রানও করতে পারেনি সফরকারী দলের ব্যাটাররা। বল হাতে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট যায় নাহিদা আক্তার ও সুলতানা খাতুনের ঝুলিতে। পেসার মারুফা ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
আইরিশ ব্যাটারদের মধ্যে কেবল ৩ জন ছুঁয়েছেন দুই অংকের রান। সর্বোচ্চ ইনিংস ওপেনার সারাহ ফোর্বসের, রান আউটের শিকার হওয়ার আগে ৫১ বলে করেন ২৫। ব্যাটিং ব্যর্থরা ম্যাচে ৪ জন পেয়েছেন ডাকের স্বাদ। বাংলাদেশের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ আইরিশদের। ১৫৪ রানের জয়ে সিরিজে ১-০'তে এগিয়ে স্বাগতিক দল।