Image

ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছে শ্রীলঙ্কার নারী ক্রিকেটাররা। নারী এশিয়া কাপের ফাইনালে ফেভারিট  ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা।

রবিবার ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। জবাবে ৮ বল ও ২ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে তে ৪৪ রান তোলেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্দানা।  দলীয় ৫০ রানে ব্যাক্তিগত ১৬ রান করে আউট হন শেফালি। এরপর ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি ভারতের অধিনায়ক  হরমনপ্রীত কৌর। তিনি আউট হন ১১ রান করে। তারপরে প্যাভিলিয়নে  ফেরেন উমা সেত্রী ৯ রান করে।

এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যেতে  থাকেন স্মৃতি। ৩৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪৭ বলে ৬০ রান করে ক্যাচ আউট হন স্মৃতি। জেমিমা রড্রিগুয়েজ ১৬ বলে ২৯ রানের দূর্দান্ত ক্যামিও খেলেন। শেষ দিকে রিচা ঘোষের ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে কাভিষা দিলহারি দুটি এবং উদেশিকা প্রাবোধানী, সাচিনি নিসানশালা ও চামারি আতাপাত্তু একটি করে উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই রান আউটের শিকার হন লঙ্কান ওপেনার ভিসমি গুনারত্নে। তিনি করেন ৩ বলে ১ রান। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন হার্ষিতা সামারাবিক্রমা। দীপ্তি শর্মার বলে ৬১ রান করে বিদায় নেন চামারি আতাপাত্তু। তার ইনিংসে ছিলো ৯ টি চার ও ২ টি ছক্কা।

হার্ষিতা ও চামারির জুটি থেকে আসে ৮৭ রান। চামারি আউট হলে হার্ষিতাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন কাভিসা দিলহারি। এই দুই ব্যাটারের কল্যানেই জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় শ্রীলঙ্কা। ভাসট্রাকারের বলে ৬ মেরে জয় নিশ্চিত করে কাভিসা। হার্ষিতা ও কাভিসা অপরাজিত থাকেন যথাক্রমে ৬৯ ও ৩০ রান করে।

প্লেয়ার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন হার্ষিতা এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চামারি আতাপাত্তু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three