নবজাতক ছেলের জন্য আফ্রিদির বিশেষ উদযাপন
- 1
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 2
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 3
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 4
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়
- 5
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

নবজাতক ছেলের জন্য আফ্রিদির বিশেষ উদযাপন
নবজাতক ছেলের জন্য আফ্রিদির বিশেষ উদযাপন
পূত্র সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। অনেক চেষ্টা করেও বাংলাদেশী কোনো ব্যাটারের উইকেট পাচ্ছিলেন না শাহীন। তার বলে স্লগ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে মোহাম্মদ রিজওয়ানের হাতে বল তুলে দেন হাসান মাহমুদ। অবশেষে প্রথম উইকেটের দেখা পান শাহিন। এবং উইকেটটি পেয়ে তার সদ্য ভূমিষ্ট সন্তানকে স্মরণ করে সেলিব্রেশন করেন।
শনিবার ম্যাচ চলাকালীন শাহীন শাহ আফ্রিদি এবং তার স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয় আলী ইয়ার শাহীন আফ্রিদি। পুত্রসন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে তাঁদের পরিবার।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ৮৮ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। শাহিনের শিকার হয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
এদিকে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানের পাহাড় সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১১৭ রানের লিড নিয়েছে টাইগাররা। ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এছাড়াও ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে পাকিস্তান।