Image

বিয়ে করতে পাকিস্তান ছাড়ছেন ওলি স্টোন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিয়ে করতে পাকিস্তান ছাড়ছেন ওলি স্টোন

বিয়ে করতে পাকিস্তান ছাড়ছেন ওলি স্টোন

বিয়ে করতে পাকিস্তান ছাড়ছেন ওলি স্টোন

সাত সমুদ্র পাড়ি দিয়ে বিয়ে করতে সিরিজ চলাকালীন পাকিস্তান থেকে ইংল্যান্ড যাচ্ছেন ইংলিশ ক্রিকেটার ওলি স্টোন। সপ্তাহের শেষে বিয়ের জন্য বুধবার দেশে যাবেন তিনি। দ্বিতীয় টেস্টে ওলি স্টোনের ফেরার আশা ক্ষীণ। 

পাকিস্তান সিরিজের টেস্ট দলে ডাক পেয়েছেন ওলি স্টোন। তবে আগে থেকেই ১২ অক্টোবর বিয়ের দিন ঠিক হয়ে আছে স্টোনের। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে ৭ অক্টোবর। যা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। তবে প্রথম টেস্টে একাদশে জায়গা পাননি ওলি স্টোন। ফলে প্রিয় মানুষটিকে নিজের করে পেতে বুধবারেই উড়াল দেবে ইংল্যান্ডে।

স্টোনের ফেরার তারিখ অনিশ্চিত। প্রথম টেস্টের পর ইংল্যান্ডের অন্যান্য ফাস্ট বোলারদের অবস্থার উপর নির্ভর করতে পারে তিনি আসলেই ফিরবেন কিনা। তবে সেই সম্ভবনা খুব ই কম।

পাকিস্তানের বিপক্ষে টেস্টের কারণে চাইলে বিয়ের সময় পিছিয়ে দিতে পারতেন স্টোন। তবে কেনো দেননি বিবিসি স্পোর্টসকে তা সম্পর্কে স্টোন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের জন্য যখন ইংল্যান্ড দলে ডাক পেলাম, তখন জেস আর আমি চিন্তা করছিলাম পাকিস্তান সিরিজেও দলে থাকলে কী হবে! জেস বলছিল, বিয়েটা সে পিছিয়ে দিতে রাজি। তবে আমার মনে হয়েছিল সব ঠিকঠাক রেখে এগোনো যায় কি না। আমার জন্য সে যে ত্যাগ স্বীকার করেছে, তখন মনে হলো কিছু একটা করা যায় কি না।’ 

Details Bottom