Image

কাল প্রথম সেশনে বাংলাদেশের একাধিক উইকেট তুলতে চায় শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কাল প্রথম সেশনে বাংলাদেশের একাধিক উইকেট তুলতে চায় শ্রীলঙ্কা

কাল প্রথম সেশনে বাংলাদেশের একাধিক উইকেট তুলতে চায় শ্রীলঙ্কা

কাল প্রথম সেশনে বাংলাদেশের একাধিক উইকেট তুলতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশ যেখানে সেশন ধরে খেলার কথা ভাবছে, শ্রীলঙ্কা সেখানে ভাবছে প্রতিহত করার কথা। কাল সকালের সেশনে স্বাগতিক ব্যাটারদের ২-৩ টি উইকেট তুলে নেওয়ার প্রত্যাশা করছে লঙ্কানরা। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন কামিন্দু মেন্ডিস। এই ব্যাটার আজকেও খেলেছেন ৯২ রানের ইনিংস।

সিলেটে লঙ্কান ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের উইকেট সিলেটের চেয়েও ভালো। কামিন্দুর কাছে অন্তত তেমনই মনে হচ্ছে। এই ব্যাটার সিলেটে দুই ইনিংসেই খেলেন শত রানের ইনিংস।

“সিলেটের তুলনায় এখানে ব্যাট করা সহজ ছিল। আমরা যেভাবে খেলে থাকি সেভাবেই খেলেছি। মাঝে মাঝে অনেকে সহজে রানের দেখা পায়। এখানে আসলে স্ট্র্যাটেজির কোনো ব্যাপার নেই।”

আগামীকাল তৃতীয় দিনে বাংলাদেশের ২-৩ তুলে নেওয়ার প্রত্যাশা করছে শ্রীলঙ্কা, “আমাদের দারুণ কিছু বোলার আছে। তিন পেসার এক স্পিনার সাথে দুই অলরাউন্ডার আছে। সকালে যদি ২-৩ উইকেট তুলে নিতে পারি তাহলে আমাদের জন্য দারুণ হবে। আমরা চেষ্টা করব প্রথম ঘণ্টার মধ্যে এটি করে ফেলতে।”

চট্টগ্রামের উইকেট সময়ের সাথে সাথে স্পিনারদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। কামিন্দু তেমনটি ভাবছেন। তাই উইকেট ব্যাটিং সহায়ক থাকতে থাকতে নিজেরা ব্যাটিং করে নিতে পেরেছেন বলে মনে করছেন তিনি।

‘“পিচ এখানে আগের ম্যাচের চেয়ে ব্যাটিংয়ের জন্য বেশি ভালো। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে এখানে স্পিনারদের জন্য সাহায্য বাড়বে। ফলে মনে হয় ভালো একটি দিনে ব্যাট করতে পেরেছি এখানে।”

Details Bottom