Image

বিশ্বকাপের আগে শান্তর অনুরোধ, 'আমরা যেন বেশি মাতামাতি না করি'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের আগে শান্তর অনুরোধ, 'আমরা যেন বেশি মাতামাতি না করি'

বিশ্বকাপের আগে শান্তর অনুরোধ, 'আমরা যেন বেশি মাতামাতি না করি'

বিশ্বকাপের আগে শান্তর অনুরোধ, 'আমরা যেন বেশি মাতামাতি না করি'

লম্বা সময়ের জন্য বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব প্রত্যাশা করেছিলেন নাজমুল হোসেন শান্ত, সেটা তিনি পেয়েছেন। অধিনায়ক শান্তর প্রথম বড় কোনো অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের এই মেগা ইভেন্টের আগে বাংলাদেশ অধিনায়কের অনুরোধ, প্রত্যাশা কম রাখতে। তবে শান্ত শুনিয়েছেন আস্থার কথাও, ম্যাচ জয়ের জন্য তার খেলোয়াড়রা মাঠে ভূমিকা রাখবে শতভাগেরও বেশি।

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক্স-সিরামিক্স গ্রুপের নতুন চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে যোগ দিয়েছেন আজ। অনুষ্ঠানের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে জানান,

 

'প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা... এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতরেই থাক। আপনারাও জানেন, বাংলাদেশ দল কী চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমরা অনেক বড় কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয়, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আসলে দরকার নেই। ফল যখন হবে, তখন এমনিই বোঝা যাবে। আমি একটা জিনিস বলতে পারি, এই দলটা যে খেলবে, এরা প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য ১২০ শতাংশ দেবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে।'

' প্রতি বছর আমরা যখন খেলি, প্রত্যেকটা ম্যাচ অনেক আশা নিয়েই খেলি। তো আমরা যেটা পারি, সে জিনিসটা করারই চেষ্টা করব। তবে আগে থেকেই অনেক আশা করছি, এবার অনেক বেশি প্রত্যাশা করছি... একটাই অনুরোধ করব, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।'

চলতি বছরের জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট-ইন্ডিজে। আসন্ন সেই বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। মাঠের ক্রিকেটে সর্বোচ্চ দেওয়ায় থাকবে নাজমুল হোসেন শান্তর দলের প্রধান লক্ষ্য।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে শান্তর দল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three