যে কারণে স্লিপেও মাথায় হেলমেট ছিল দিপু-জাকিরের
-
1
হোপ,গ্রিভসের প্রতিরোধে টেস্ট পঞ্চম দিনে টেনে নিল ওয়েস্ট ইন্ডিজ
-
2
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের
-
3
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ
-
4
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ
-
5
ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল
যে কারণে স্লিপেও মাথায় হেলমেট ছিল দিপু-জাকিরের
যে কারণে স্লিপেও মাথায় হেলমেট ছিল দিপু-জাকিরের
হেলমেট পড়ে স্লিপে দাঁড়ানো নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ প্রতিনিধি জাকির হাসান শোনালেন, বিহাইন্ড দ্য সিনের গল্প। পেসারদের বল যেহেতু বাড়তি বাউন্স হয়, তাই সতর্ক। সামনে দাঁড়িয়ে হাতে যেন ক্যাচ আসে; এই চেষ্টায় স্লিপে জাকির-দিপুরা হেলমেট পড়ে দাঁড়িয়েছেন। আর স্লিপে ক্যাচ মিস নিয়ে জাকিরের মূল্যায়ন ছিল এমন, 'ক্যাচ ড্রপ হলে সবারই খারাপ লাগে। চেষ্টা করছি, ইনশাল্লাহ এই জায়গায় উন্নতি করার।'
টানা পাঁচ ইনিংসে ২০০ রানের নিচে বাংলাদেশ অলআউট হয়েছে। এরপর অবশ্য বল হাতে টাইগার পেসারদের বাজিমাত। দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারদের সবচেয়ে বেশি বিপদে ফেলেন অভিষেক টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ। শেষ সেশনে শ্রীলঙ্কার হারানো ৬ উইকেটের মধ্যে ৪টি একাই দখলে নেন হাসান। ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তাদের লিড এখন ৪৫৬ রানের।অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত আছেন ৩৯ রানে।
এক ইনিংসেই সাতটা ক্যাচ মিস, শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১০ ব্যাটারের উইকেট ফেলতে গিয়ে এভাবেই নাজেহাল হয়ে পড়ে বাংলাদেশের ফিল্ডাররা। সাগরিকায় প্রথম দুই দিনে স্লিপে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে একের পর এক ক্যাচ ছেড়েছেন খেলোয়াড়রা। স্লিপ ক্যাচিং নিয়ে হাহুতাশ বারবার, আর এই সুযোগেই বড় সংগ্রহের পথে ছুটে যায় লঙ্কানরা।
স্লিপে ক্যাচ মিস নিয়ে জাকিরের মূল্যায়ন, 'ক্যাচ ড্রপ হলে সবারই খারাপ লাগে। এই ম্যাচেও হয়েছে আমাদের অনেক ক্যাচ ড্রপ। তো আসলে এটার কোনো ব্যাখ্যা হতে পারে না। আমরা খারাপ লাগলে আর পরে ক্যাচ ধরব না। চেষ্টা করছি, ইনশাল্লাহ এই জায়গায় উন্নতি করার।'
এই চট্টগ্রাম টেস্টেই দেখা গেল বাংলাদেশের স্লিপ ফিল্ডারদের আরও এক কাণ্ড। হেলমেট পড়ে স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করেছেন জাকির হাসান, শাহাদাত হোসেন দিপুরা। গতকাল দুপুরে শান্ত-দিপু-জাকির; তিন স্লিপ ফিল্ডার মিলেও ধরতে পারলেন না প্রবাথ জয়াসুরিয়ার ক্যাচ! এ যেন সম্মিলিত প্রচেষ্টায় ক্যাচ ছাড়ার প্রয়াস। তখনও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন জাকির-দিপু।
আজ সংবাদ সম্মেলনে আসা জাকির হেলমেট পড়ার কারণ জানিয়েছেন,
'হেলমেট পড়ার কারণ হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন উইকেটের বাউন্সটা খুব লো বাউন্স। যার কারণে বল ক্যারি করছিল না প্রপারলি। এর জন্য আমরা হেলমেট নিয়ে চেষ্টা করছিলাম যাতে অ্যাটলিস্ট যাতে আমরা ক্যাচটা হাতে নিতে পারি। সামনে পড়ার থেকে হাতে পড়ার একটা চান্স থাকে। তো এই জন্য আমরা দাড়াইছিলাম।'
