নেপালের বিপক্ষেও দাপুটে জয় পেল বাংলাদেশ
নেপালের বিপক্ষেও দাপুটে জয় পেল বাংলাদেশ
নেপালের বিপক্ষেও দাপুটে জয় পেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটাও জয়ে রাঙাল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা দুবাইয়ে আজ নেপালের বিপক্ষে পেয়েছে ৫ উইকেটের দাপুটে জয়। টানা দুই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে বাংলাদেশের যুবারা।
উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ আজ নেপালকে প্রথমে গুটিয়ে দেয় ১৪১ রানে। এরপর লক্ষ্য তাড়ায় নেমে ১২৮ বল হাতে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ জিতল ৫ উইকেটে।
সহজ লক্ষ্য টপকাতে নেমে ২৮.৪ ওভারের বেশি লাগেনি বাংলাদেশের। ওপেনার জাওয়াদ আবরারের ফিফটির পর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হার-না-মানা ৫২ রানের ইনিংসে সহজেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুর ওভারেই বাংলাদেশ হারায় কালাম সিদ্দিকির উইকেট।
তিনে নামা আজিজুল হাকিম তামিম এরপর জুটি গড়েন আরেক ওপেনার জাওয়াদ আবরারকে নিয়ে। এই দুইয়ের জুটিতে আসে ৯০ রান। ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৯ রানে আবরার আউট হলে ভাঙে এই জুটি। পরের বলেই বাংলাদেশ হারায় আরও এক উইকেট। মোহাম্মদ শিহাব জেমস হয়েছেন গোল্ডেন ডাক।
মাঝে অধিনায়ক তামিমকে সঙ্গে দিয়ে যান ১৩ রান করা ফরিদ হাসান। তবে তামিমকে থামাতে ব্যর্থ হন নেপালি বোলাররা। ফিফটি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আগের ম্যাচেও তামিম ছিলেন জয়ের নায়ক, সেঞ্চুরি হাঁকিয়ে রাঙান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার। কেবল ৩ জন ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার আকাশ ত্রিপাঠির ব্যাট থেকে।