সরকারকে সাথে নিয়ে বিপিএল বিশ্বজুড়ে প্রচার করতে চায় বিসিবি
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
সরকারকে সাথে নিয়ে বিপিএল বিশ্বজুড়ে প্রচার করতে চায় বিসিবি
সরকারকে সাথে নিয়ে বিপিএল বিশ্বজুড়ে প্রচার করতে চায় বিসিবি
কিছুদিন আগে দ্যা টেলিগ্রাফোর প্রতিবেদনে বিপিএলের শেষ দুই আসরে ৩০টিরও বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু অভিযোগের পক্ষে নেয়া হয়নি কোনো ব্যবস্থা। সামনেই আসন্ন বিপিএলের আরেকটি আসর। সেখানে দূর্নীতির ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
এবারের বিপিএলে যেনো দূর্নীতির কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সক্রিয় থাকবে বিসিবির দূর্নীতি বিরোধী টিম। বিষয়টি সোমবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন নাজমুল আবেদীন ফাহিম।
"এটা আমাদের চোখে পড়েছে। খেলাকে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক করতে গেলে, ফেয়ার করতে গেলে শৃঙ্খলা নিশ্চিত করা খুব জরুরি। আমাদের যে দুর্নীতিবিরোধী যে টিমটা আছে তারা কিন্তু এবার সক্রিয় থাকবে। আমরা দুর্নীতিবিরোধী যেসব প্রোগ্রাম করা প্রয়োজন, প্লেয়ার, ম্যানেজমেন্টসহ সবাইকে সচেতন করার ব্যাপারে সেগুলো আমরা করব। আমাদের লক্ষ্য থাকবে যেন এসব ঘটনা না ঘটে। যদি ঘটে, আমরা বোধ হয় এবার রিয়েক্ট করব। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কারণ বিশৃঙ্খল একটা অবস্থা থেকে আমার মনে হয় না খুব বেশি ভালো কিছু বেরিয়ে আসবে। আমার মনে হয় বিপিএল কর্তৃপক্ষ এটাকে খুব শক্তভাবে দেখবে।"
বিপিএলকে বিশ্বজুড়ে প্রচার করার চেষ্টা থাকবে বিসিবির, "আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যদি মাঠে আসেন, উনি যদি বক্তব্য দেন। আমরা যদি দেখি বিদেশি কোনো হলিউড থেকে অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার এখানে এসেছে এটার সাথে সংযুক্ত হচ্ছে এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। বিশ্বজুড়ে প্রচার করার। আমার ধারণা এতদিন যা করতে পেরেছি তার চেয়ে অনেক বেশি এবার করতে পারব।"
এমনটি গ্লোবাল সুপারস্টারদের আনার পরিকল্পনাও আছে বিসিবির। "ক্রিকেট হতে পারে ক্রিকেটের বাইরে অন্য খেলা হতে পারে। খেলার বাইরে অন্য কেউ হতে পারে। অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকবে। অনেক বড় করে করা হচ্ছে এবার। আশা করছি তারাও এখানে ইনভেস্ট করবেন।"