মিরপুরের উইকেট দেখে অবাক কাগিসো রাবাদা
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

মিরপুরের উইকেট দেখে অবাক কাগিসো রাবাদা
মিরপুরের উইকেট দেখে অবাক কাগিসো রাবাদা
প্রথম টেস্টে মিরপুরের উইকেট দেখে অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। বাংলাদেশের একাদশে ৩ স্পিনার দেখে বোঝা যাচ্ছিল চিরাচরিত পিচে খেলা হবে। তবে ম্যাচে দেখা গেলো স্পিনারদের সাথে পেসাররাও সিম মুভমেন্ট পাচ্ছেন। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার, হাসান মাহমুদ প্রত্যেকেই পেয়েছেন সিম মুভমেন্ট।
প্রথম দিনের খেলা শেষে উইকেট সম্পর্কে রাবাদা বলেন, "হ্যাঁ আমরা অনেক অবাক হয়েছি উইকেটের আচরণ দেখে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে। তবে নতুন বলে এখানে মুভমেন্ট হয়েছে। খুব বেশি সুইং হয়নি আসলে তবে সিম মুভমেন্ট ছিল। আসলে সত্যি কথা বলতে গেলে নেটেও এরকম উইকেট ছিল। সাধারণত আপনি নেটে যা পাবেন ম্যাচের পিচে গিয়েও কাছাকাছি রকমের কিছু পাবেন। স্পিনারদের জন্য টার্ন হচ্ছে সিমারদের জন্য সিমও হচ্ছে। আমাদের এর ফলে বেশ অবাক লেগেছে। তবে আমরা তো আর পিচ বানাই না। এমন পিচই তৈরি করা হয়েছে এবং এরকমই ছিল পিচ।"
ইনিংসের শুরুতেই বাংলাদেশী ব্যাটারদের উপর আঘাত হেনেছ পেসার উইয়ান মুল্ডার। ৮ ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার সম্পর্কে রাবাদা বলেন,
"সে অবিশ্বাস্য রকমের ভালো বল করেছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের ক্যাম্পের পর থেকেই সে দারুণ করছে। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে কঠোর পরিশ্রম করেছে এবং তা মাঠে দেখিয়েও দিয়েছে। তাকে আসলে অত বেশি মানিয়ে নিতে হয়নি কারণ সে ক্যাম্পের সময় থেকেই এরকমভাবে বোলিং করে আসছে। আজ সকালে সে যে সেসবের পুরস্কার পেল তাতে আমি একদমই অবাক হইনি। দারুণ ছিল সে। আমি তার জন্য বেশ খুশি।"
প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১০৬ রানে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এখনো ৩৪ রানে এগিয়ে আছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনে আর কত রানের লিড নিতে চান প্রশ্নের উত্তরে রাবাদা বলেন,
"আসলে যত বেশি রান করা সম্ভব। এখন মনে ৩৪ বা ৩৫ রানের মত লিড আছে আমাদের। যদি এটাকে ১০০ পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে ব্যাপারটা দারুণ হবে। আশা করি আমরা সেখানে যেতে পারব।"