বাংলাদেশ ৪০০ করে টার্গেট দিতে চায় ২০০ রানের
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

বাংলাদেশ ৪০০ করে টার্গেট দিতে চায় ২০০ রানের
বাংলাদেশ ৪০০ করে টার্গেট দিতে চায় ২০০ রানের
কেবল দুই দিনের খেলা শেষ হল, এর মধ্যেই ঢাকা টেস্টের ফলাফল চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তবে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের জুটিতে আশা দেখছেন পেসার হাসান মাহমুদ। কাল সকালে এই দুই ব্যাটারের উপরই নির্ভর করবে বাংলাদেশের ম্যাচ ভাগ্য।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা পেসার হাসান মাহমুদের কাছে জানতে চাওয়া বাংলাদেশ কি এখনও ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে? আর জিততে গেলে দক্ষিণ আফ্রিকাকে কত রানের টার্গেট দিতে হবে?
দ্বিতীয় দিন শেষে পিছিয়ে থাকা ১০১ রান স্কোরবোর্ডে জমা করে দক্ষিণ আফ্রিকাকে দুইশো রানের মতো টার্গেট ছুঁড়ে দেওয়া গেলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে। তাহলে বাংলাদেশকে রান করতে হবে ৪০০ এর বেশি।
'আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব (ম্যাচ জিততে) ইনশাআল্লাহ। কাল তিন সেশন ব্যাট করা গেলে ৪০০ রান সম্ভব।'
২০২ রানে পিছিয়ে থেকেও ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো ইনিংসের শুরু। ওপেনার সাদমান ইসলাম ১ রান করতে পারলেও তিনে নামা মুমিনুল হক হয়েছেন ডাক। ইনিংস বড় করতে পারলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে ১০০ ছাড়াল বাংলাদেশ।
গতকালের মতোই আলোকস্বল্পতার কারণে আজও নির্ধারিত সময়ের আগে সমাপ্ত ঘোষণা হয় দিনের খেলা। ২৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০১। পিছিয়ে আছে আরও ১০১ রানে, হাতে বাকি ৭ উইকেট।
আগামীকাল বাংলাদেশের লক্ষ্য কি থাকবে? এমন প্রশ্নের জবাবে হাসান, 'জয়, মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।'