Image

উইজডেনের লিডিং ক্রিকেটার্স খেতাব পেলেন কামিন্স ও ন্যাট সিভার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইজডেনের লিডিং ক্রিকেটার্স খেতাব পেলেন কামিন্স ও ন্যাট সিভার

উইজডেনের লিডিং ক্রিকেটার্স খেতাব পেলেন কামিন্স ও ন্যাট সিভার

উইজডেনের লিডিং ক্রিকেটার্স খেতাব পেলেন কামিন্স ও ন্যাট সিভার

প্যাট কামিন্স ও ন্যাট সিভার ব্রান্ট; এই দুই ক্রিকেটার জায়গা করে নিয়েছেন উইজডেনের ‘লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে। উইজডেনের ২০২৪ বর্ষপঞ্জি প্রকাশিত হয়েছে আজ (মঙ্গলবার)। সেখানে গৌরবের সাথে অস্ট্রেলিয়ার পুরুষ দলের অধিনায়ক এবং ইংল্যান্ড নারী দলের ব্যাটারের আগমনী ঘটেছে।

কামিন্স, এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যিনি অজিদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন– আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেতৃত্বের জায়গা থেকে ছিলেন শিরোমণি। জুনে সেই ফাইনালের পর ভারতে ওডিআই বিশ্বকাপে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এখানেও নেতৃত্বে ছিলেন কামিন্স। নেতৃত্বের গুণ নিয়ে ততদিন প্রশংসার পারদ হয়েছে উর্ধ্বমুখী। এর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার কাজটি করেছে অস্ট্রেলিয়া, যে সিরিজ শেষ হয়েছে ২-২ এ।

এর আগে মাইকেল ক্লার্ক ২০১২ সালে উইজডেনের লিডিং ক্রিকেটার হিসেবে খেতাব পেয়েছিলেন। লম্বা সময় পর কোনো অস্ট্রেলিয়ানের কাছে এই সম্মান ধরা দিল।

উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, “অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ধরে রাখার সাফল্য এসেছে কামিন্সের নেতৃত্ব ধরে। প্রথম টেস্টে এজবাস্টনে তার শেষদিকে করা রানগুলোকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। এরপর ভারতে বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৩ সালে আর কোনো পেসার তার চেয়ে বেশি ৪২ উইকেট সংগ্রহ করতে পারেননি।”

এদিকে ইংলিশ নারী ক্রিকেটার সিভার ব্রান্টের ২০২৩ সাল দুর্দান্ত কেটেছে। উইমেন'স অ্যাশেজে নিজের ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। সেই একাধিক সংস্করণের সিরিজে পরপর দুইটি ওডিআই সেঞ্চুরি এসেছে তার হাত ধরে।

সেই সাফল্য ধরে রাখেন শ্রীলঙ্কা সিরিজেও। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৬৬ বলে সেঞ্চুরি গড়েন। উইমেন'স প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিলামে ক্রয় করে। সেখানে তার দাম হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেটের মধ্যে সর্বোচ্চ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three