Image

সাকিবের গায়ানাকে হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স, রাব্বির শিকার ৪ উইকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের গায়ানাকে হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স, রাব্বির শিকার ৪ উইকেট

সাকিবের গায়ানাকে হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স, রাব্বির শিকার ৪ উইকেট

সাকিবের গায়ানাকে হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স, রাব্বির শিকার ৪ উইকেট

গ্লোবাল সুপার লিগের গত রাতের ম্যাচে দুই দলেই ছিল বাংলাদেশের ক্রিকেটার। তবে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। টানা দুই হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। 

লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১১৭ রানে থানে রংপুর রাইডার্সের ইনিংস। সহজ টার্গেট টপকাতে নেমে কঠিন করে ম্যাচ ১৫ রানে হারল গায়ানা অ্যামাজন। কামরুল ইসলাম রাব্বির পেসে বিপর্যস্ত হয়ে ১০২ রানের বেশি করতে পারেনি গায়ানা। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক রাব্বি। অপরদিকে, জোড়া উইকেট পেলেও দলের পরাজয়ে ম্লান গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। 

আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৭ রান উঠতেই রংপুর হারায় পাঁচ উইকেট। টপ অর্ডারের পাঁচ ব্যাটারের একজনও যেতে পারেননি দুই অংকের রানে। ২ রানে থাকা ওপেনার সৌম্য সরকারের উইকেট তুলে নেন তানজিম সাকিব। সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সৌম্যকে। 

তিনে নামা সাইফ হাসান করেছেন ৮ রান। শেকজ মেহেদী হাসান ১৩ বল খেলে করতে পারেন কেবল ৩। অধিনায়ক নুরুল হাসান সোহান ধীরগতির ইনিংসে ২৬ বলে করেছেন ১৫ রান। ইমরান তাহিরের শিকার হওয়ার আগে রিশাদ হোসেন ব্যক্তিগত ১০ রানে হারান উইকেট। 

গায়ানার পেসার তানজিম সাকিব নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান ফিফটি হাঁকিয়ে ৫৮ রানে থাকা খুশদিল শাহকে দিয়ে। শেষ পর্যন্ত ১১৭ রানে থামে রংপুরের ইনিংস। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তানজিম সাকিবের শিকার দুই উইকেট। 

এরপর কামরুল ইসলাম রাব্বির পেস তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে গায়ানার ব্যাটিং অর্ডার। ৩.১ ওভারে মাত্র ১৩ রান খরচায় রাব্বি শিকার করেন ৪ উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের শিকার একটি করে উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three