Image

বাংলাদেশ সিরিজের আগে লাল বলে ফর্মে রিশাব পান্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের আগে লাল বলে ফর্মে রিশাব পান্ট

বাংলাদেশ সিরিজের আগে লাল বলে ফর্মে রিশাব পান্ট

বাংলাদেশ সিরিজের আগে লাল বলে ফর্মে রিশাব পান্ট

এ মাসেই মাসেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে ভারত। চলমান দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রিশাব পান্ট সাদা পোশাকে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ সিরিজ দিয়ে। পান্টের খেলা সবশেষ টেস্ট ম্যাচও ছিল বাংলাদেশের বিপক্ষেই, সেই ২০২২'এ।  

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পান্ট। ২০২৪ আইপিএল দিয়ে ফেরা, এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সড়ক দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি পেছনে ফেলে পান্ট নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবেই। লাল বলের ক্রিকেটে ফেরার জন্যেও ঘরোয়া সার্কিটে পারফর্ম করেছেন ব্যাট হাতে। ২১ মাস পরে এসে দলীপ ট্রফিতেও করলেন অর্ধশতক। 

দলীপ ট্রফিতে ভারতীয় 'বি' দলের হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেললেন পান্ট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের জায়গা পাকা করার জন্য পান্ট ফিরলেন ছন্দে। ৩৩ টেস্ট ক্যারিয়ারের পান্ট তার সবশেষ ম্যাচটাও খেলেন বাংলাদেশের বিপক্ষে, ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে। সিরিজ জয়ের মিশনে নেমে প্রথম ইনিংসেই পান্ট খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য ৯ রানের বেশি করতে পারেননি। 

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের প্রথম টেস্ট খেলতে নামবে। উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট দলে ফিরে আসতে পারেন, বিপরীতে বাদ যেতে পারেন লোকেশ রাহুল। ঘরের মাঠে সাম্প্রতিক টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের পর ধ্রুব জুরেলকে পান্টের ব্যাকআপ হিসেবে নেওয়া হতে পারে।

প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three