বিশ্বকাপ জিতেও দেশে ফিরতে পারছে না ভারত
বিশ্বকাপ জিতেও দেশে ফিরতে পারছে না ভারত
বিশ্বকাপ জিতেও দেশে ফিরতে পারছে না ভারত
বার্বাডোসে বিশ্বকাপ জয়ের পর হারিকেন ভারতের দেশে ফেরা ব্যাহত করেছে। বেরিলের' প্রভাবে বিমানবন্দর বন্ধ, টিম হোটেলেই আটকা রোহিত শর্মারা। বিশ্বকাপ জিতেও বার্বাডোসেই একদিন বেশি থাকতে হচ্ছে, হারিকেন-সতর্কবার্তায় প্ল্যান বদলাচ্ছে বিসিসিআই।
বার্বাডোসে বেরিল হারিকেন 'খুবই বিপজ্জনক' হয়ে ওঠার কারণে দেশে ফেরার পথে বাধার সম্মুখীন হচ্ছে ভারত। ব্রিজটাউনে আরও একদিন থাকবে ভারতীয় দল। রোহিত শর্মাদের প্রথমে নিউইয়র্কে উড়ে যাওয়ার কথা ছিল এবং তারপরে এমিরেটসের ফ্লাইটে মুম্বাই।
কিন্তু বিসিসিআইকে এখন বিকল্প বন্দোবস্ত করতে হচ্ছে। সরাসরি ভারতে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার বিমান রিজার্ভের কথা ভাবছে। গোটা বিষয়টিই তদারকি করছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই প্রথমে নিশ্চিত হতে চাইছে, হারিকেনের জন্য যে সতর্কবার্তা জারি হয়েছে তাতে বিমানবন্দর খোলা থাকবে কিনা।
হারিকেন বেরিল (Beryl) রবিবার সকালে আটলান্টিক মহাসাগরে তৈরি হয়ে খুব বিপজ্জনক ক্যাটাগরি ৪ পজিশনে রয়েছে। যা বার্বাডোজ ও উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে।
বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিন্দ্র জাদেজারা। এই ফরম্যাটে তিন মহারথীকে আর দেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু ৫০ ওভার ও টেস্ট ম্যাচে এখনও তাঁদের খেলা তারিয়ে তারিয়ে উপভোগ করবেন দর্শকরা।