Image

ডি ককের টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে এসএ অনিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডি ককের টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে এসএ অনিশ্চিত

ডি ককের টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে এসএ অনিশ্চিত

ডি ককের টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে এসএ অনিশ্চিত

২০২১ সালে টেস্ট এবং গত বছরের বিশ্বকাপ দিয়ে ওয়ানডেকে বিদায় বলেন কুইন্টন ডি কক। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন কি না, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি তিনি। তাই ডি ককের খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে ‘ক্ষীণ’ আশা দেখছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি কোচ রব ওয়াল্টার।

ধারণা করা হচ্ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন ৩১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটার। তবে এখনো যেহেতু সেই ঘোষণা আসেনি তাই এ সংস্করণে খেলা চালিয়ে যাবেন এমন আশা দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেন, 

‘কুইনির (ডি কক) ব্যাপারটি বোঝা দায়। সে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় বলেনি। তবে দূরে আমাদের জন্য ক্ষীণ আশা আছে।'

নিজের বর্নিল ক্যারিয়ারে একটা ট্রফি প্রাপ্প কুইন্টন ডি ককের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় সাত বারের চেষ্টায় ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হারে প্রোটিয়ারা।

ফাইনাল আর ডি কক প্রসঙ্গে রব ওয়াল্টার বলেন, ‘কুইনি বেশ উঁচু একটা মান ধরে রাখে এবং অনেক দিন ধরে একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে এসেছে। অনেকগুলো ইনিংস খেলেছে, শুধু ফাইনালেরটিই নয়। দেখে থাকবেন, সে বেশ আবেগপ্রবণ ছিল। আমরা আবার তাকে দেখব কি না, সময়ই বলবে।’

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছে কোচ ওয়াল্টার বললেন, এই সংস্করণে জাতীয় দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে কুইন্টন ডি'ককের। তিনি বলেন, ‘কুইনির বিষয়টি রহস্যময়। সে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তাই আমাদের জন্য আশার সামান্য ঝলক আছে। কুইনির কাছে তার নিজেকে নিয়ে মান খুব উঁচু এবং সে অনেক দিন ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে। আমরা তাকে আবার দেখতে পাব কি-না, সময়ই বলে দেবে।’ 

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন কুইন্টন ডি'কক। ৯ ম্যাচে ২ ফিফটিতে ১৪০.৪৬ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে আসে ২৪৩ রান। 

Details Bottom