সকালের সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবলই নাইটওয়াচম্যান
সকালের সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবলই নাইটওয়াচম্যান
সকালের সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবলই নাইটওয়াচম্যান
দ্বিতীয় দিনের শেষ বিকালে লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। আজ সকালের সেশনে প্রাপ্তি কেবল নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দোর উইকেট। আগের দিনই মিলেছে কার্যকর লিড। সেই লিড আরও বাড়িয়ে নিচ্ছে অধিনায়ক ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিসের ব্যাট। সিলেট টেস্টের লাগাম তাই পুরোপুরি শ্রীলঙ্কার হাতে। ক্যারিয়ারের ১২তম শতক থেকে ১৫ রান দূরে ধনঞ্জয়া। কামিন্দুর সাথে সাথে অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১০৭ রান। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে লিড বেড়ে হয়েছে ৩২৫, হাতে ৪ টি উইকেট!
সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। আগের দিন পাওয়া ২১১ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা আজ ৫ উইকেট নিয়ে নামে ব্যাটিংয়ে। নাইটওয়াচম্যান হিসাবে গতকাল বিকালে ব্যাটিংয়ে নামা বিশ্ব ফার্নান্দো আজ অবশ্য ফিরেছেন দ্রুত। তাকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে খালেদ আহমেদ পেলেন প্রথম উইকেটের দেখা।
৩৮.৫ ওভারে স্কোরবোর্ডে যখন শ্রীলঙ্কার রান ১২৬, তখন তারা হারায় ৬ষ্ঠ উইকেট। এরপর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গী হন সেই কামিন্দু মেন্ডিস। দুজনেই প্রথম ইনিংসে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা, গড়েছেন রেকর্ড ২০২ রানের জুটি। তারা ফের বাংলাদেশের বোলারদের দিচ্ছে চোখ রাঙানি। আবারও বড় জুটি গড়ার চেষ্টায় ধনঞ্জয়া-কামিন্দু। এরমাঝেই বাড়ছে শ্রীলঙ্কার লিড।
শুরুতে নড়বড়ে কামিন্দু মেন্ডিস সময়ের সাথে ফিরেছেন চেনাছন্দে। একপ্রান্ত আগলে রাখা অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ের সাথে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখার কাজটা দারুণভাবে সামলান। দুজনেই পাল্লা দিয়ে রান যোগ করছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া আজ ফিফটি ছুঁয়েছেন ৮২ বলে।
বড় সংগ্রহের পথে হাঁটছে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩। ৮৫ রানে ব্যাট করছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ফিফটি হাঁকিয়ে অপরাজিত কামিন্দু।