হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশ নারী দলের। গা গরমের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাটিং ব্যর্থতায় মূলত লঙ্কানদের কাছে হারল জ্যোতিরা।
শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরে প্রস্তুতি পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যে নামে প্রস্তুতি ম্যাচে। কিন্তু আবারও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৪৩ রান। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১১০ রানে থামে বাংলাদেশের ইনিংস।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন চারে নামা হাসিনি পেরেরা।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষপর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে।