বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা সফর, টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক
বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা সফর, টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক
বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা সফর, টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনুর্ধ্ব-১৭ দল। এই সফরে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে প্রাইম ব্যাংক। সফরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের সাথে দুটি তিন দিনের ম্যাচ এবং ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কায় যাবে ২১ নভেম্বর। আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২৬ ও ২৮ তারিখে। প্রথম তিন দিনের ম্যাচ ২ ডিসেম্বর, পরেরটা শুরু হবে ৭ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচের ভূমিকায় থাকবেন আব্দুল করিম জুয়েল। ব্যাটিং কোচের দায়িত্বে তুষার ইমরান এবং হাসিবুল হোসেন শান্ত পেস বোলিং কোচ।
আজ বুধবার (২০ নভেম্বর) বিসিবি একাডেমিতে এক অনুষ্ঠানে সফরের জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা।
ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেয়ার পর নাজমুল আবেদিন ফাহিম বলেন, 'প্রাইম ব্যাংক দীঘদিন ধরেই ক্রিকেট বোর্ডের সাথে আছে। আজ পর্যন্ত যে সকল টুর্নামেন্ট প্রাইম ব্যাংকের স্পন্সরশিপে আয়োজিত হয়েছে, সেখান থেকে অনেক খেলোয়াড় মূল জাতীয় দল বা বয়স ভিত্তিক জাতীয় দলে খেলছে। দেশে মাঠ পর্যায়ের ক্রিকেটের প্রসারে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ বা বৃত্তি প্রদান সেই অবদানের একটি অংশ। ক্রিকেট খেলায় এই স্কলারশিপ পাওয়া গর্বের বিষয়। বিশেষ প্রতিভাবান খেলোয়াররাই মূলত এই স্কলারশিপ পেয়ে থাকেন। আমরাও এই স্কলারশিপ পাওয়া ক্রিকেটাদের একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। এবারই প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৭ জাতীয় দলকে প্রাইম ব্যাংক স্পন্সর করছে। আমি আশা করি, আগামীতেও বাংলাদেশে ক্রিকেটের প্রসারে প্রাইম ব্যাংকের এই সাপোর্ট অব্যাহত থাকবে।'
প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি মো. নাজিম এ. চৌধুরী বলেন, 'আমি গর্ব করে বলতে পারি, ক্রিকেট প্রাইম ব্যাংকের আবেগের জায়গা। এই কারণেই আমরা বিসিবির বয়সভিত্তিক বা ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত থাকি, যা দেশকে দীর্ঘ মেয়াদে পেশাদার ক্রিকেটার গড়ে তুলতে সাপোর্ট করবে। এই চেষ্টার মধ্যমে যদি মাঠ পর্যায় থেকে একজন দক্ষ ক্রিকেটার জাতীয় দলে খেলতে পারেন তাহেলে সেটাই হবে দেশ ও জাতির জন্য আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার।'