Image

মুস্তাফিজের উজ্জ্বল দিনেও হারল তার দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজের উজ্জ্বল দিনেও হারল তার দল

মুস্তাফিজের উজ্জ্বল দিনেও হারল তার দল

মুস্তাফিজের উজ্জ্বল দিনেও হারল তার দল

এলপিএলে টানা দুই হার দেখল ডাম্বুলা সিক্সার্স। উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হারের পর আজ তারা জাফনা কিংসের কাছে শেষ বলে গিয়ে মেনেছে পরাজয়। দলের হারের দিন মুস্তাফিজুর রহমান অবশ্য বল হাতে ছিলেন দুর্দান্ত। তাওহীদ হৃদয়ের ব্যাট হাতে নামতেই হয়নি, তবে আলো ছড়িয়েছেন দ্য ফিজ। ৪ ওভারে রান দিয়েছেন ৩০, উইকেট নিয়েছেন দু'টি। 

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে ডাম্বুলা সিক্সার্সের কুশল জেনিথ পেরেরার ব্যাট থেকে। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে দারুণ এ সেঞ্চুরি তুলে নেন এ ওপেনার। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও বটে। আর তার ব্যাটে চড়ে ২ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ডাম্বুলা। তবুও তারা ঠেকাতে পারেনি পরাজয়। শেষ ওভারের রোমাঞ্চে জাফনা কিংস পেল ৪ উইকেটের জয়।  

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ডাম্বুলা সিক্সার্স। জাফনা কিংস অবশ্য সাফল্য পায় শুরুতেই। ওপেনার দানুশকা গুনাথিলাকা ১১ বল খেলে করেন কেবল ৯। তিনে নামা নুয়ানিদু ফার্নান্দো এরপর সঙ্গী হন ওপেনার কুশল পেরেরার। এই দুইয়ের ব্যাটে এরপর দারুণভাবে ম্যাচে ফিরে ডাম্বুলা। ৬৪ বলের জুটিতে রান আসে ১০৮। 

আগের ম্যাচে কেবল ১ রানে আউট হওয়া তাওহীদ হৃদয় আজ অবশ্য ব্যাট হাতে নামার সুযোগই পাননি। নির্ধারিত ২০ ওভারের মধ্যে কেবল দুই উইকেট হারায় ডাম্বুলা। আর তাতেই স্কোরবোর্ডে আসে ১৯১ রানের বড় সংগ্রহ। ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে পেরেরা ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কুশল পেরেরা প্রথম খেলোয়াড়, যিনি এলপিএল ২০২৪-এ সেঞ্চুরি করলেন। তার পঞ্চাশ বলে পাওয়া সেঞ্চুরি এলপিএলের ইতিহাসে দ্রুততম। 

জবাব দিতে নেমে শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট হারায় জাফনা। মুস্তাফিজুর রহমান ইনিংসের ৪র্থ ওভারে অ্যাকশনে এসেই দলকে এনে দেন ব্রেকথ্রু। ৬ রানের বেশি করতে দেননি মেন্ডিসকে, ক্যাচ বানিয়েছেন শর্ট থার্ডে। মাত্র ৬ রান খরচায় উইকেট নিয়ে ফিজ শেষ করেন তার প্রথম ওভার। পাওয়ার প্লের পরের দুই ওভারে আরও দুই উইকেট হারিয়ে বসে জাফনা। 

মুস্তাফিজ নিজের তৃতীয় ওভার করতে এসে রান দেন কেবল ৩, প্যাভিলিয়নে ফিরিয়েছেন ভয়ংকর চারিথ আসালাঙ্কাকে। কোটার শেষ ওভার করতে এসে ফিজ রান খরচ করেন ১১। ব্যাটিংয়ে নামার সুযোগ না পাওয়া তাওহীদ হৃদয় অবশ্য ফিজের শেষ ওভারে ডিরেক্ট থ্রোতে ধনঞ্জয়াকে করেন রান আউট। কিন্তু আভিষ্কা ফার্নান্দো ৩৪ বলে ৮০ রানের অতিমানবীয় ইনিংস খেলে ডাম্বুলাকে ছিটকে দেন ম্যাচ থেকে। ইনিংসের শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন ৬ হাঁকিয়ে নিশ্চিত করেন জাফনার ৪ উইকেটের জয়। 

Details Bottom