Image

হায়দ্রাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডেল স্টেইন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হায়দ্রাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডেল স্টেইন

হায়দ্রাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডেল স্টেইন

হায়দ্রাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডেল স্টেইন

সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেল স্টেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক এই পেসার নিজেই। 

সানরাইজার্স হায়দ্রাবাদকে ধন্যবাদ এবং ২০২৫ সালের আইপিএলে না থাকার বিষয়টি জানিয়ে টুইটারে স্টেইন লিখেন, ‘আইপিএলে গত কয়েক বছর আমি তাদের বোলিং কোচ ছিলাম, সানরাইজার্স হায়দরাবাদকে অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমি আইপিএল ২০২৫-এ ফিরব না।’

আইপিএলে কাজ না করলেও এসএ টি-টোয়েন্টিতে কাজ চালিয়ে  যাবেন জানিয়ে তিনি আরও লিখেন, ‘যদিও আমি এখানে সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি’তে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ চালিয়ে যাব। এসএ-টোয়েন্টি'র দু'বারের চ্যাম্পিয়নদের টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন করার চেষ্টা করব।'

আইপিএলের দল সারাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসাবে ২০২১ সালে দায়িত্ব নেন ডেল স্টেইন। বোলিং কোচ হিসেবে কাজ করার আগে ডেল স্টেইন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন। যদিও স্টেইন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না। বরং অন্য একটি লিগে সানরাইজার্সের কোচিং স্টাফে থাকবেন তিনি। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ-টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের কোচিং স্টাফে থাকবেন তিনি।

 অন্যদিকে এরই মধ্যে ডেল স্টেইনের বিকল্প হিসাবে নিউজিল্যান্ডের সাবেক বোলিং অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Details Bottom